ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

কুলাউড়ার ভাটেরায় পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু

নাজমুল বারী সোহেল ঃ
  • আপডেটের সময় : ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯
  • / ৪৪০ টাইম ভিউ

নাজমুল বারী সোহেল ঃ   মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমদের ঘোষণার একদিনের মধ্যেই কুলাউড়ার সীমান্তবর্তী ভাটেরা ইউনিয়নে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটেরা ইউনিয়ন পরিষদের পাশে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান। জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ভাটেরা ইউনিয়নে ডাকাতি, চুরি ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ শহর থেকে সেখানে যেতে ৪০-৪৫ মিনিটের ওপর সময় লেগে যায়। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে ওই ইউনিয়নের মানুষের দাবি ছিলো সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করার। যাতে কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যেতে পারে এবং ব্যবস্থা গ্রহণ করতে পারে। গত বুধবার কুলাউড়া থানা আয়োজিত পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে মাদক, ইভটিজিং, গণসচেতনতা ও আইনশৃঙ্খলা বিষয়ে মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম (বার) এর সাথে এক মতবিনিময় সভায় ভাটেরার সচেতন মহল ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। দাবির প্রেক্ষিতে পুলিশ সুপার মো. ফারুক আহমদ ভাটেরায় পুলিশ ফাঁড়ির প্রতিশ্রুতি দেন। এর পরদিনই সন্ধ্যায় ভাটেরায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। পুলিশ ফাঁড়ি স্থাপন করায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, স্যারের নির্দেশে দ্রুত ভাটেরায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। ভাটেরা পুলিশ ফাঁড়িতে একজন উপ-পরিদর্শক, একজন সহকারি উপ-পরিদর্শকসহ মোট ১০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। অস্থায়ীভাবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ ফাঁড়ি স্থাপন হওয়ায় ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হলো।

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ার ভাটেরায় পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু

আপডেটের সময় : ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯

নাজমুল বারী সোহেল ঃ   মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমদের ঘোষণার একদিনের মধ্যেই কুলাউড়ার সীমান্তবর্তী ভাটেরা ইউনিয়নে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটেরা ইউনিয়ন পরিষদের পাশে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান। জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ভাটেরা ইউনিয়নে ডাকাতি, চুরি ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ শহর থেকে সেখানে যেতে ৪০-৪৫ মিনিটের ওপর সময় লেগে যায়। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে ওই ইউনিয়নের মানুষের দাবি ছিলো সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করার। যাতে কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যেতে পারে এবং ব্যবস্থা গ্রহণ করতে পারে। গত বুধবার কুলাউড়া থানা আয়োজিত পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে মাদক, ইভটিজিং, গণসচেতনতা ও আইনশৃঙ্খলা বিষয়ে মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম (বার) এর সাথে এক মতবিনিময় সভায় ভাটেরার সচেতন মহল ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। দাবির প্রেক্ষিতে পুলিশ সুপার মো. ফারুক আহমদ ভাটেরায় পুলিশ ফাঁড়ির প্রতিশ্রুতি দেন। এর পরদিনই সন্ধ্যায় ভাটেরায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। পুলিশ ফাঁড়ি স্থাপন করায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, স্যারের নির্দেশে দ্রুত ভাটেরায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। ভাটেরা পুলিশ ফাঁড়িতে একজন উপ-পরিদর্শক, একজন সহকারি উপ-পরিদর্শকসহ মোট ১০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। অস্থায়ীভাবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ ফাঁড়ি স্থাপন হওয়ায় ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হলো।