কুলাউড়ার টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে দুঃস্থদের আর্থিক সহায়তা ও অফিস উদ্বোধন

- আপডেটের সময় : ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ৪৫৬ টাইম ভিউ
দেশ দিগন্ত ডেস্ক: আর্ত-মানবতার সেবায় এগিয়ে এসেছে কুলাউড়া উপজেলার “টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদ”। গরিব, অসহায়-দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় একজন অন্ধ হাফিজ ও একজন অনাত শিশুসহ পাঁচজন দুঃস্থদের চিকিৎসা সহায়তার অর্থ বিতরণ ও টিলাগাঁও বাজারে তাঁদের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী।
টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়কারী ইব্রাহীম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, টিলাগাঁও প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহকারী উপদেষ্ঠা খলিলুর রহমান, সহকারী উপদেষ্ঠা আমির হোসেন, সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি সুন্দর আলী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সমন্বয়কারী হাফিজ মাওঃ মশাহীদ আলী ও লোকমান মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুস সালাম।