ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত এক অসুস্থ প্রজন্ম কে সাথি করে এগুচ্ছি আমরা

কুলাউড়ার কর্মধায় মামলা করায় একটি নিরীহ পরিবারকে সমাজচ্যূত করে রেখেছে প্রভাবশালীরা !

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • / ১৯৬৮ টাইম ভিউ

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিকগুলি গ্রামে প্রভাবশালীদের কাছ থেকে জায়গা দখল মুক্ত করতে আদালতে মামলা দায়ের করায় একটি নিরীহ পরিবারকে গ্রামের পঞ্চায়েত থেকে সমাজচ্যূত করে রেখেছে একটি স্থানীয় প্রভাবশালী মহল। এছাড়াও মামলা তুলে নেওয়ার জন্য ওই পরিবারকে নানান ভাবে হুমকি ধামকি দিচ্ছেনন তারা।
মামলা ও বাদীর অভিযোগ সূত্রে জানাযায়, কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিকগুলি গ্রামের মৃত নিয়ামত আলীর পুত্র হাসান আলীর মালিকানাধীন ৩৩ শতক কৃষি জায়গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (স্কুলঘর) দেখিয়ে একই এলাকার প্রভাবশালী মাস্টার সুরুজ আলী ও হারিছ আলী গংরা ভোগ দখিলের চেষ্টা চালান। এ ঘটানায় তাদের বিরুদ্বে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আদালতে গত মাসের ১ জানুয়ারী এড, হেলাল আহমদের মাধ্যমে একটি ফৌজদারি মামলা নং (৪)দায়ের করেন হাসান আলী। যদিও কুলাউড়া সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান জানিয়েছেন পূর্ব ফটিকগুলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ নামে কোনো স্কুল সেখানে নেই। এদিকে মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য প্রায় সময় নানা হুমকি দিচ্ছেন আসামী সুরুজ ও হারিছ গংরা। এক পর্যায়ে হিংসার ভষিভূত হয়ে তারা কৌশলে হাসান আলীর পরিবারকে গ্রামের পঞ্চায়েত থেকে নানা অজুহাত দেখিয়ে সমাজচ্যূত করে দেয়, এমন কি কিছু দিন আগে হাসান আলীর মায়ের মিলাদ মাহফিল (শিন্নী) ও করতে দেয়নি বলে হাসান আলীর পরিবার অভিযোগ করেন। তাদের এমন আচরণে প্রভাবশালীদের বিরুদ্বে প্রতিকার চেয়ে আবারো মৌলভীবাজার আদালতে (১০৭) ধারায় গত ১৪ ফেব্রুয়ারি আরেকটি মামলা (নং ৩৬) দায়ের করেছেন ওই ভুক্তভোগী। এ ব্যাপারে বিবাদী রশিদ আলী বলেন, হাসান আলীর অভিযোগ গুলো সত্য নয়, তারা স্বেচ্ছায় গ্রামের পঞ্চায়েত থেকে বের হয়ে গেছে। তারা উল্টো মামলা দিয়ে আমাদেরকে হয়রানী করছে।
এ ব্যাপারে পার্শ্ববর্তী নলডরী গ্রামের সরদার নানু মিয়া ও ফজল মিয়া আব্দুল আলী জানান,হাছন আলী এবং তার ছোট ভাই জহুর আলীকে তাদের গ্রাম পঞ্চায়েত থেকে বহিষ্কার করা হয়েছে সঠিক । তারা অসহায় হয়ে আমাদের নলডরী গ্রামের পঞ্চায়েতের সাথে যোগদিতে চেয়েছিলো কিন্তু তাদের সাথে যাদের মামলা নিয়ে বিরোধ চলছে তারা আমাদের পঞ্চায়েতে না ঢুকানোর জন্য নিষেধ দিচ্ছেন।এবং তার মায়ের মৃত্যুর সিন্নি অনুষ্ঠানেও তারা বাধা সৃষ্টি করেছে বলে শুনেছি।এছাড়াও আমরা মামলার সাক্ষী থাকায় নানা ভাবে হুমকি দিচ্ছে তারা।

 

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ার কর্মধায় মামলা করায় একটি নিরীহ পরিবারকে সমাজচ্যূত করে রেখেছে প্রভাবশালীরা !

আপডেটের সময় : ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিকগুলি গ্রামে প্রভাবশালীদের কাছ থেকে জায়গা দখল মুক্ত করতে আদালতে মামলা দায়ের করায় একটি নিরীহ পরিবারকে গ্রামের পঞ্চায়েত থেকে সমাজচ্যূত করে রেখেছে একটি স্থানীয় প্রভাবশালী মহল। এছাড়াও মামলা তুলে নেওয়ার জন্য ওই পরিবারকে নানান ভাবে হুমকি ধামকি দিচ্ছেনন তারা।
মামলা ও বাদীর অভিযোগ সূত্রে জানাযায়, কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিকগুলি গ্রামের মৃত নিয়ামত আলীর পুত্র হাসান আলীর মালিকানাধীন ৩৩ শতক কৃষি জায়গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (স্কুলঘর) দেখিয়ে একই এলাকার প্রভাবশালী মাস্টার সুরুজ আলী ও হারিছ আলী গংরা ভোগ দখিলের চেষ্টা চালান। এ ঘটানায় তাদের বিরুদ্বে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আদালতে গত মাসের ১ জানুয়ারী এড, হেলাল আহমদের মাধ্যমে একটি ফৌজদারি মামলা নং (৪)দায়ের করেন হাসান আলী। যদিও কুলাউড়া সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান জানিয়েছেন পূর্ব ফটিকগুলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ নামে কোনো স্কুল সেখানে নেই। এদিকে মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য প্রায় সময় নানা হুমকি দিচ্ছেন আসামী সুরুজ ও হারিছ গংরা। এক পর্যায়ে হিংসার ভষিভূত হয়ে তারা কৌশলে হাসান আলীর পরিবারকে গ্রামের পঞ্চায়েত থেকে নানা অজুহাত দেখিয়ে সমাজচ্যূত করে দেয়, এমন কি কিছু দিন আগে হাসান আলীর মায়ের মিলাদ মাহফিল (শিন্নী) ও করতে দেয়নি বলে হাসান আলীর পরিবার অভিযোগ করেন। তাদের এমন আচরণে প্রভাবশালীদের বিরুদ্বে প্রতিকার চেয়ে আবারো মৌলভীবাজার আদালতে (১০৭) ধারায় গত ১৪ ফেব্রুয়ারি আরেকটি মামলা (নং ৩৬) দায়ের করেছেন ওই ভুক্তভোগী। এ ব্যাপারে বিবাদী রশিদ আলী বলেন, হাসান আলীর অভিযোগ গুলো সত্য নয়, তারা স্বেচ্ছায় গ্রামের পঞ্চায়েত থেকে বের হয়ে গেছে। তারা উল্টো মামলা দিয়ে আমাদেরকে হয়রানী করছে।
এ ব্যাপারে পার্শ্ববর্তী নলডরী গ্রামের সরদার নানু মিয়া ও ফজল মিয়া আব্দুল আলী জানান,হাছন আলী এবং তার ছোট ভাই জহুর আলীকে তাদের গ্রাম পঞ্চায়েত থেকে বহিষ্কার করা হয়েছে সঠিক । তারা অসহায় হয়ে আমাদের নলডরী গ্রামের পঞ্চায়েতের সাথে যোগদিতে চেয়েছিলো কিন্তু তাদের সাথে যাদের মামলা নিয়ে বিরোধ চলছে তারা আমাদের পঞ্চায়েতে না ঢুকানোর জন্য নিষেধ দিচ্ছেন।এবং তার মায়ের মৃত্যুর সিন্নি অনুষ্ঠানেও তারা বাধা সৃষ্টি করেছে বলে শুনেছি।এছাড়াও আমরা মামলার সাক্ষী থাকায় নানা ভাবে হুমকি দিচ্ছে তারা।