কুলাউড়ায তাঁতীদল’র কমিটি গঠন-আহবায়ক ডেনি,যুগ্ম আহবায়ক ইমরুল
- আপডেটের সময় : ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ৯২৫ টাইম ভিউ
শুক্রবার (০৬ মার্চ) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা বি এন পি’র কার্যালয়ে তাঁতীদলের কমিটি গঠনের লক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা তাঁতীদলের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা তাতীদলের সদস্য সচিব জগলুল আহমদের পরিচালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, মৌলভীবাজার পৌর বি এন পি র সভাপতি আব্দুল হক,তাতীদল যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, উপজেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, উপজেলা বি এন পি’ সদস্য আব্দুল মুনিম ডেনী সহ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ।
সভায় আব্দুল মুনিম ডেনী কে আহ্বায়ক ও আতিকুল ইসলাম ইমরুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১১ সদস্য কমিটিতে মধ্যে রয়েছেন যুগ্ম আহবায়ক অসিস দেব,শাব্বির আহমেদ,সাহেল আকরাম রিপন, মান্জুরুল ইসলাম, সদস্য সচিব এস এম খান সেলিম, সম্মানিত সদস্য জাহান আহমেদ,নাজমুল ইসলাম, সিদ্দিক মিয়া, মোঃসালমান।