ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

কুলাউড়া বিএনপি শূন্য লতায় আবর্তিত —অধ্যাপক আব্দুল আহাদ (লন্ডন)

অধ্যাপক আব্দুল আহাদ ( লন্ডন )
  • আপডেটের সময় : ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • / ৬৭৩ টাইম ভিউ

কুলাউড়া বিএনপি শূন্য লতায় আবর্তিত —অধ্যাপক আব্দুল আহাদ (লন্ডন)

*সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও প্রচার কর*- আল হাদিস
অপ্রিয় হলেও সত্য যে , কুলাউড়া বিএনপি শূন্য লতায় আবর্তিত,,!? দলছুটদের দলবাজিতে তৃণমূলের নেতৃত্ব নেতা তৈরিতে কোনঠাসা,,,!
আর দলের মধ্যে লুকিয়ে থাকা সুবিধাবাদীরা সামান্য লাভের আশায় দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতৃত্বকে দুর্বল করে দলছুটদের পেছনে জিন্দাবাদ দিয়ে-ই যাচ্ছে । ফলে সংসদ সদস্য প্রার্থী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব জায়গায় এমন কি ইউনিয়ন পর্যন্ত ভিন্ন আদর্শে লালিত-পালিত হয়ে বিএনপিতে সুবিধাজনক অবস্থানে অবস্থান করছে ।
আর যারা জন্মলগ্ন থেকে বিএনপি করে , জীবন বাজি রেখে সংগঠনকে সুসংগঠিত করতে জেল-জুলুম -নির্যাতন বহন করে যাচ্ছে তারা আজও নেতৃত্বের অগ্রভাগে আসতে পারেনি বরং তাদেরকে (পরগাছা) নিয়ে জিন্দাবাদ দিচ্ছে ,,,!? অথচ দেশে-বিদেশে বিভিন্ন অবস্থানে থাকা আমরা তৃণমূল তৃণমূল তুলে মুখে ফেনা তুলে যাচ্ছি ,,,!? কার্যত *যে লাউ সেই কদু*,,!?

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে , ঐ সমস্ত দলছুট আগত নেতাদের কে একদিনের জন্য ক্ষমতার বাহিরে রাখুন দেখবেন পরের দিন থেকে ওরা বিএনপির মহা সমালোচক হয়ে দলকে খাদে ফেলতে একটুও দ্বিধা করবে না ,,,!? অপরদিকে তৃণমূলের কোন বিএনপি ক্ষমতার স্বাদ না পেলেও মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য শুভ কামনা করে যাবে ,,,!? তাই দলের মধ্যে শুদ্ধি অভিযান না করে বৃহত্তর দল বলে আত্ম তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে একদিন হয়তো দল অস্তিত্বের সংকটে পড়ে অস্তিত্বহীন হয়ে পড়বে,,,!? তখন বড্ড বেশি দেরি হয়ে পড়বে , আফসোস করে কোন লাভ হবে না । তাই তো বলি *সময় থাকতে মনা হুঁশিয়ার*,,!!

পোস্ট শেয়ার করুন

কুলাউড়া বিএনপি শূন্য লতায় আবর্তিত —অধ্যাপক আব্দুল আহাদ (লন্ডন)

আপডেটের সময় : ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

কুলাউড়া বিএনপি শূন্য লতায় আবর্তিত —অধ্যাপক আব্দুল আহাদ (লন্ডন)

*সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও প্রচার কর*- আল হাদিস
অপ্রিয় হলেও সত্য যে , কুলাউড়া বিএনপি শূন্য লতায় আবর্তিত,,!? দলছুটদের দলবাজিতে তৃণমূলের নেতৃত্ব নেতা তৈরিতে কোনঠাসা,,,!
আর দলের মধ্যে লুকিয়ে থাকা সুবিধাবাদীরা সামান্য লাভের আশায় দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতৃত্বকে দুর্বল করে দলছুটদের পেছনে জিন্দাবাদ দিয়ে-ই যাচ্ছে । ফলে সংসদ সদস্য প্রার্থী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব জায়গায় এমন কি ইউনিয়ন পর্যন্ত ভিন্ন আদর্শে লালিত-পালিত হয়ে বিএনপিতে সুবিধাজনক অবস্থানে অবস্থান করছে ।
আর যারা জন্মলগ্ন থেকে বিএনপি করে , জীবন বাজি রেখে সংগঠনকে সুসংগঠিত করতে জেল-জুলুম -নির্যাতন বহন করে যাচ্ছে তারা আজও নেতৃত্বের অগ্রভাগে আসতে পারেনি বরং তাদেরকে (পরগাছা) নিয়ে জিন্দাবাদ দিচ্ছে ,,,!? অথচ দেশে-বিদেশে বিভিন্ন অবস্থানে থাকা আমরা তৃণমূল তৃণমূল তুলে মুখে ফেনা তুলে যাচ্ছি ,,,!? কার্যত *যে লাউ সেই কদু*,,!?

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে , ঐ সমস্ত দলছুট আগত নেতাদের কে একদিনের জন্য ক্ষমতার বাহিরে রাখুন দেখবেন পরের দিন থেকে ওরা বিএনপির মহা সমালোচক হয়ে দলকে খাদে ফেলতে একটুও দ্বিধা করবে না ,,,!? অপরদিকে তৃণমূলের কোন বিএনপি ক্ষমতার স্বাদ না পেলেও মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য শুভ কামনা করে যাবে ,,,!? তাই দলের মধ্যে শুদ্ধি অভিযান না করে বৃহত্তর দল বলে আত্ম তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে একদিন হয়তো দল অস্তিত্বের সংকটে পড়ে অস্তিত্বহীন হয়ে পড়বে,,,!? তখন বড্ড বেশি দেরি হয়ে পড়বে , আফসোস করে কোন লাভ হবে না । তাই তো বলি *সময় থাকতে মনা হুঁশিয়ার*,,!!