কুলাউড়া থেকে চুরি হওয়া টমটম ওসমানীনগরে উদ্ধার
- আপডেটের সময় : ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ৪৪৬ টাইম ভিউ
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া থানা পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে উপজেলার রবিরবাজার থেকে চুরি যাওয়া টমটম গাড়ী সিলেট জেলার ওসমানীনগর থানা এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। থানা সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার থেকে গত ২৭ জুন সুলতানপুর নিবাসী মছব্বির আলীর ব্যাটারী চালিত একটি টমটম গাড়ী চুরি হয়। পরবর্তীতে এ ব্যাপারে টমটমের মালিক বাদী হয়ে গত ১০ জুলাই কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এস আই মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে এএস আই আক্তার হোসেনসহ সঙ্গীয় ফোর্স সিলেট জেলার ওসমানীনগর থানা এলাকায় মামলার পরদিন রাতে এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মামলার ২৪ ঘন্টার মধ্যে গত শনিবার ভোরে তাজপুর বাজারের টমটম ষ্ট্যান্ড থেকে গাড়ী চোর মোঃ গোলাব আলী (২৪) কে গ্রেফতার করে তার হেফাজত থেকে চুরি যাওয়া টমটম গাড়ী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী গোলাব সিলেট জেলার ওসমানীনগর থানাধীন মজলিশপুর নিবাসী মৃত শরীফ মিয়ার ছেলে। পরে গ্রেফতারকৃত গাড়ী চোর গোলাবকে শনিবার মৌলভীবাজার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।