কুলাউড়ায় সাবেক এটর্নি জেনারেলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
- আপডেটের সময় : ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
- / ৪৬৮ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী , সাবেক সহকারী এটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি খালেদ আহমদের কুলাউড়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামে আইনজীবী খালেদ আহমেদের বাড়িতে রাত আড়াইটার দিকে কেচিগেটের তালা ভেঙে একদল ডাকাত ভিতরে প্রবেশ করে। এসময় আজিজ আহমদ টুটু, তার স্ত্রী ও বড় বোনকে ধারালো অস্ত্র ঠেকিয়ে আলমারি ভেঙে স্বর্ণালংকার , মোটরসাইকেল ও নগদ টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল।
আইনজীবী খালেদ আহমেদের ভাই আজিজ আহমদ টুটু জানান, ডাকাতরা আমার গলায় বটি দা ও ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন নিয়ে যায়। তিনি বলেন, ডাকাতরা তিনটি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রথমেই বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেয়। চিৎকার করতে চাইলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। মোটরসাইকেল, স্বর্ণাংলঙ্কার ও নগদ টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
এদিকে, খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আনোয়ারুল হক, পিবিআই অফিসার আতিক আহমদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান, স্থানীয় চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম।
স্থানীয় ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান, এর আগেও একবার এই পরিবারে ডাকাতি সংঘঠিত হয়েছে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতরা সর্বস্ব লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ডাকাতির সত্যতা নিশ্চিত করে জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ডাকাতদের ধরতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করছে । মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, এর আগেও ২০০৬ সালে সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী খালেদ আহমেদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।