কুলাউড়ায় রেলওয়ে ক্রিকেট টূর্নামেন্ট ফাইনাল পুরস্কার বিতরণ
- আপডেটের সময় : ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ৬০৮ টাইম ভিউ
কুলাউড়ায় রেলওয়ে ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছ।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী বিকেলে পৌরসভার ৫ নংওয়ার্ডের রেলওয়ে রানীরুম সংলগ্ন মাঠে রেলওয়ে শ্রমিক লীগের সাধারন সম্পাদক আব্দুর রহীম সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও সংগঠক ওয়াহিদ বক্ স মান্না, বিশেষ অতিথি বক্তব্য রাখেন মুক্ত স্কাউট গ্রুপের সহ সভাপতি,আব্দুল বারী স্মৃতি সংসদের পরিচালক তাছলিমা সুলতানা মনি।
ফুটবল খেলয়ার কল্যান সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সুমন, ব্যবসায়ী কল্যান সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল,সংগঠক নুমান আহমেদ, টূর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল আজিজ ,কুলাউড়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অপু মির্জা, সংগঠক নুমান আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক রবিউস সানি মামুন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন আহমেদ,মঞ্চ নাটক অভিনেতা লিটন শাকি,শ্রি বিজয়, জসিম আহমেদসহ সকল দলের খেলোয়াড়বৃন্দ। টূনার্মেন্টের চ্যাম্পিয়ান দল রেলওয়ে ক্রিকেট ক্লাব এবং রানার্স আপ জয়পাশা ফেন্ডর্স ৭নং ওয়ার্ড দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।