কারাবন্ধী নেতাকর্মীদের সাথে দেখা করলেন সুলতান মনসুর

- আপডেটের সময় : ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯
- / ১৩৪০ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্ক: নির্বাচনের সময় আটক হওয়া কারাবন্ধী নেতাকর্মী ও সমর্থকদের সাথে দেখা করেছেন ডাকসুর সাবেক ভিপি ও এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। আজ মঙ্গলবার (১ জানুয়ারী) দুপুরে মৌলভীবাজার জেলা কারাগারে নির্বাচনী এলাকার কারাবন্ধী নেতাকর্মী ও সমর্থকদের সাথে দেখা করেন তিনি।
কারাবন্ধী নেতাকর্মী ও অনুসারীদের সাথে দেখা করে বেরিয়ে যাবার সময় কারা ফটকে উপস্থিত নেতাকর্মী ও কারাবন্ধীদের স্বজনদের স্বান্তনা দিয়ে বলেন ভোটের মাধ্যমে আপনারা এই অন্যায় ও জুলুমবাজির জবাব দিয়েছেন। আমি বিজয়ী হওয়ার পরও আনন্দ মিছিল করিনি কারন আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ও সমর্থকরা মিথ্যা, সাজানো ও গায়েবী মামলায় কারাগারে। ধৈর্য্য ধরেন আইনী প্রক্রিয়ার মাধ্যমেই আমরা তাদেরকে শিগগিরই মুক্ত করব ইনশাআল্লাহ।
সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেন-‘আমার এই বিজয় আপনাদের। আমার প্রাণপ্রিয় কুলাউড়া বাসী ও কারাবন্ধী নির্যাতিত সকল নেতাকর্মী ও সমর্থকদের জন্য এবিজয় উৎসর্গ করলাম।’