কানিহাটি প্রগতি সংঘের উদ্যোগে কানিহাটি হাই স্কুল মাঠে রৌপ কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনেল খেলা অনুষ্টিত।
- আপডেটের সময় : ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
- / ৭২৯ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কানিহাটি প্রগতি সংঘের উদ্যোগে সেমিবার রৌপ কাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে চারটায় হাজীপুর ইউনিয়নের সাবেক মেম্বার নুর আহমদ চৌধুরী বলবুলের সভাপতিত্বে আব্দুর রহমান বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালক ও সদস্য সচিব, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমান কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উসমানী স্মৃতি পরিষদ মৌলভীবাজারের আহবায়ক গাজী জাবের আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সেবক হাজী মফজ্জিল হোসেন কুতুব, বিএনপি নেতা খোরশেদ আলী, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সদস্য লোকমান আহমদ চৌধুরী, কানিহাটি প্রগতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সদস্য মোঃ ছয়ফুল আলম সাইফুল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন আহমদ, ছাত্রনেতা মোশারফ হোসেন মিজু, শিক্ষক মামুদুল হাসান মান্না প্রমুখ।
বিগত ২১ এপ্রিল শুরু হওয়া উক্ত খেলায় মোট ষোলটি দল অংশ গ্রহন করে। এবং আজকের ফাইনেল খেলায় জাগরন স্পোটিং ক্লাব কেওলাকান্দী বনাম কানিহাটি প্রগতি সংঘ মধ্যে খেলায় কানিহাটি প্রগতি সংঘকে ২-১ গোলে হারিয়ে জাগরন স্পোটিং ক্লাব কেওলাকান্দি জয়লাভ করে। খেলা পরিচালনা করেন বাফুফের অনুমোদন প্রাপ্ত সায়েদুর রহমান সায়েদ, সহকারী পরিচালক ছিলেন মুজিবুর রহমান মুজিব ও আকবর আলী। খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্টিত হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।