কাতালান স্বাধীনতার বিপক্ষে বার্সেলোনায় হাজার হাজার মানুষের বিক্ষোভ
- আপডেটের সময় : ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
- / ১২১৩ টাইম ভিউ
কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে বার্সেলোনা শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। রোববারের এ সমাবেশের প্রতি স্পেনের প্রধান রাজনৈতিক দলগুলোর সবাই সমর্থন জানিয়েছে। খবর সিএনএন , বিবিসি।মাদ্রিদের কেন্দ্রীয় সরকার বলছে, তারা কাতালান প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণ হাতে তুলে নিয়েছে।
বার্সেলোনা পুলিশ জানায়, এ বিক্ষোভে অংশ নেন প্রায় ৩ লাখ মানুষ।ঐক্যবদ্ধ স্পেনের সমর্থনে এবং কাতালোনিয়ার স্বাধীনতার গণভোটের বিরুদ্ধে শনিবারও স্পেনের রাজধানী মাদিদ্রে বিশাল সমাবেশ হয়েছে। রোববার এর পুনরাবৃত্তি হলো বার্সেলোনায়। স্পেনের প্রধান রাজনৈতিক দলগুলো এই সমাবেশে সমর্থন দিচ্ছে।এদিকে শনিবার কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে বরখাস্ত করার পর আঞ্চলিক সরকারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছে স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রীর হাতে। কাতালোনিয়া পুলিশের দায়িত্ব দেয়া হয়েছে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রীকে।পর্যবেক্ষকরা বলছেন, কাতালোনিয়া আঞ্চলিক সরকারের কর্মকর্তারা সে ধরণের নির্দেশ অমান্য করছেন কি, না সেটা টের পেতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।ওদিকে কাতালোনিয়ায় কেন্দ্রের শাসন আরোপ করলেও স্পেনের কেন্দ্রীয় সরকার এখনই কোনো কট্টর অবস্থানে যাচ্ছেনা।স্প্যানিশ সরকারের একজন মুখপাত্র জানান, ক্ষমতাচ্যুত কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজডেমনের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে কোন বাধা নেই।