করোনা রোগীর সংখ্যা হাজার অতিক্রম করলো সিলেট জেলায়

- আপডেটের সময় : ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ৪৯৭ টাইম ভিউ
দেশে করোনা ভাইরাসের নতুন হটস্পট হয়ে উঠেছে সিলেট জেলা। হাজার অতিক্রম করলো এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার রাতেও রিপোর্টে আরো ৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট রোগী হলেন ১০৮০ জন। এদিকে- সিলেটের করোনা চিকিৎসা কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর জায়গা হচ্ছে। রাত পর্যন্ত রোগীর সংখ্যা ছিলো ৮২ জন।
সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন- বুধবার রাতে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
এর আগে মঙ্গলবার রাতে আরো ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তারাও সবাই সিলেট জেলার বাসিন্দা। আক্রান্ত সিলেট নগর সহ কয়েকটি উপজেলার বাসিন্দা বলে জানান তিনি।