কমলগঞ্জের পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি সভা
- আপডেটের সময় : ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
- / ৮৮৪ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির ২য় ব্যাচের শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ জুলাই সকালে কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
নবাগত শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি সভায় অধ্যক্ষ মো. ফয়েজ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতনঊষার ইউপির প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল হান্নান চিনু, পরিচালনা পর্ষদ সদস্য আতিকুর রশীদ চৌধুরী কামরান, মাহমুদুর রহমান বাদশা, আনোয়ার খান, সহকারী প্রধান শিক্ষক জমসেদ আলী প্রমুখ। উল্লেখ্য, একাদশ শ্রেণিতে ৬২ জন শিক্ষার্থী ভর্তি হয়। সভা শেষে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।