এবার ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু

- আপডেটের সময় : ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
- / ৫০৮ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তানিয়া সুলতানা নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত বুধবার ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ডা. তানিয়া। অবস্থার অবনতি হলে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
গত ২২ জুলাই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদত হোসেন হাজরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।