একজন সাদা মনের বন্ধু- সালমা জেবুননেছা
- আপডেটের সময় : ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ৭২৮ টাইম ভিউ
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ চিরন্তন এই বাণী শোনা যায় প্রায়। কিন্তু এর মর্মবাণী ধারণ করেন খুব কম সংখ্যক মানুষই। একটা সময় দানবীর, সমাজসেবী মানুষের উৎসাহে, অর্থায়নেই এগিয়ে যেতো একেকটি গ্রাম, মহল্লা কিংবা অঞ্চল। কিন্তু মানুষের কর্মব্যস্ততা, অর্থের প্রতি অতিরিক্ত লিপ্সা এখন দূরে ঠেলে দিয়েছে মানবিক কর্মকান্ড থেকে। তারপরও নানা সময় অনেকেই সমাজের, মানুষের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসেন নিজ থেকেই। এমনই একজন বন্ধু সালমা জেবুননেছা বন্ধুদের কল্যানে নিজ থেকে এগিয়ে এসেছেন শত ব্যাস্ততার মধ্যে নিজের কাজ কর্ম ফেলে গড়েছেন সারা বাংলা ৯১ (ssc-91)গ্রুপ, দেশের ৬৮ হাজার গ্রামের তৃনমুল পর্যায়ের সকল বন্ধুদের একই প্লাটফর্মে এনে একটি পরিবারে রুপান্তিত করেছেন গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ ঢাকা শেরে বাংলা কৃর্ষবিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ছিল প্রথম মিলন মেলা। গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৫০০০ হাজরের কাছাকাছি, এটি একটি বিশাল অর্জন ৯১ বন্ধুদের জন্য তা এক পরম পাওয়া,
বন্ধু সালমা জেবুননেছা কাজ করে যাচ্ছেন বন্ধুদের কল্যাণে। দেশের ছড়িয়ে বন্ধু আবিস্কারের জন্য একমাত্রই ” সাদা মনের বন্ধু ” খেতাবটি কেবল তারই প্রাপ্য।
তাইতো বলি —-
বন্ধুত্ব হলো বিনিসুতার মালা, বন্ধুত্ব এক মূল্যবান উপহার যাকে কোনও মূল্য বা অর্থ দিয়ে বিচার করা যায় না।
দেখা হবে বন্ধু আবার কোন এক সময়ে —-
শুভ হোক আগামীর পথচলা।