ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

ইফতারে আনবে ভিন্ন স্বাদ চিকেন-প্রণ ফ্রাইড রাইস

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭
  • / ২৩৪৪ টাইম ভিউ

ইফতারিতে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ অনেক তো খেলেন এইবার না হয় স্বাদ পরিবর্তন করুন। একইরকম ইফতারে একঘেয়েমি কাটিয়ে তুলুন মজাদার ফ্রাইড রাইস দিয়ে।  চাইনিজের ফ্রাইড রাইসটি খেতে সবাই পছন্দ করেন। এইবার ইফতারির টেবিলে রাখুন চিকেন-প্রণ চাইনিজ ফ্রাইড রাইস। জেনে নিন রেসিপিটি।   উপকরণ: ১। ৩ কাপ সিদ্ধ পোলাও চাল ২। ১ কাপ সবজি (গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, মটরশুঁটি ইত্যাদি আপনার পছন্দের যেকোনো সবজি) ৩। ৪ কোয়া রসুন কুচি ৪। ২টি ডিম ৫। ১ কাপ হাড়ছাড়া মুরগির মাংস ৬। ১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার ৭। ১ চা চামচ ভিনেগার ৮। ৩/৪ কাপ ছোট চিংড়ি মাছ ৯। ২টি পেঁয়াজ কলি কুচি ১০। তেল ১১। লবণ ১২। গোলমরিচ গুঁড়ো (স্বাদ অনুযায়ী) ১৩। ৪ টেবিল চামচ সয়াসস ১৪। কয়েক ফোঁটা সেসেমি অয়েল প্রণালী: ১। মুরগির টুকরো ভিনেগার, সয়াসস, কর্ন ফ্লাওয়ার, গোল মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ১০-১৫ মিনিট মেরিনেট করে রাখুন। ২। একটি প্যানে তেল দিয়ে দিন। তেল গরম হয়ে এলে এতে মুরগির টুকরোগুলো দিয়ে দিন। বাদামী না হওয়া পর্যন্ত ভাজুন। ৩। মাংসগুলো ভাজা হয়ে এলে নামিয়ে ফেলুন। এরপর তেলে চিংড়ি, লবণ এবং গোল মরিচ দিয়ে দিন। হালাকা ভেজে নামিয়ে ফেলুন। ৪। আরেকটি পাত্রে তেল গরম হয়ে এলে এতে রসুন কুচি দিয়ে দিন। বাদামী হয়ে এলে এতে পেঁয়াজ বা পেঁয়াজ কলি কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে এতে সবজিগুলো দিয়ে ২-৩ মিনিট ভাজুন। ৫। এরসাথে ডিম, মুরগির মাংস এবং চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়ুন। ৬। এরপর এতে সিদ্ধ পোলাও চাল দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন। গোল মরিচের গুঁড়ো, সয়াসস, লবণ দিয়ে ভাজুন। বাদামী রং হয়ে এলে এতে সিসিমি অয়েল, পেঁয়াজ কলি কুচি দিয়ে নামিয়ে ফেলুন। ৭। পছন্দের যেকোনো কারির সাথে পরিবেশন করুন মজাদার চিকেন ফ্রাইড রাইস। সূত্র: মিক্স এন্ড স্টার

পোস্ট শেয়ার করুন

ইফতারে আনবে ভিন্ন স্বাদ চিকেন-প্রণ ফ্রাইড রাইস

আপডেটের সময় : ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭

ইফতারিতে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ অনেক তো খেলেন এইবার না হয় স্বাদ পরিবর্তন করুন। একইরকম ইফতারে একঘেয়েমি কাটিয়ে তুলুন মজাদার ফ্রাইড রাইস দিয়ে।  চাইনিজের ফ্রাইড রাইসটি খেতে সবাই পছন্দ করেন। এইবার ইফতারির টেবিলে রাখুন চিকেন-প্রণ চাইনিজ ফ্রাইড রাইস। জেনে নিন রেসিপিটি।   উপকরণ: ১। ৩ কাপ সিদ্ধ পোলাও চাল ২। ১ কাপ সবজি (গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, মটরশুঁটি ইত্যাদি আপনার পছন্দের যেকোনো সবজি) ৩। ৪ কোয়া রসুন কুচি ৪। ২টি ডিম ৫। ১ কাপ হাড়ছাড়া মুরগির মাংস ৬। ১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার ৭। ১ চা চামচ ভিনেগার ৮। ৩/৪ কাপ ছোট চিংড়ি মাছ ৯। ২টি পেঁয়াজ কলি কুচি ১০। তেল ১১। লবণ ১২। গোলমরিচ গুঁড়ো (স্বাদ অনুযায়ী) ১৩। ৪ টেবিল চামচ সয়াসস ১৪। কয়েক ফোঁটা সেসেমি অয়েল প্রণালী: ১। মুরগির টুকরো ভিনেগার, সয়াসস, কর্ন ফ্লাওয়ার, গোল মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ১০-১৫ মিনিট মেরিনেট করে রাখুন। ২। একটি প্যানে তেল দিয়ে দিন। তেল গরম হয়ে এলে এতে মুরগির টুকরোগুলো দিয়ে দিন। বাদামী না হওয়া পর্যন্ত ভাজুন। ৩। মাংসগুলো ভাজা হয়ে এলে নামিয়ে ফেলুন। এরপর তেলে চিংড়ি, লবণ এবং গোল মরিচ দিয়ে দিন। হালাকা ভেজে নামিয়ে ফেলুন। ৪। আরেকটি পাত্রে তেল গরম হয়ে এলে এতে রসুন কুচি দিয়ে দিন। বাদামী হয়ে এলে এতে পেঁয়াজ বা পেঁয়াজ কলি কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে এতে সবজিগুলো দিয়ে ২-৩ মিনিট ভাজুন। ৫। এরসাথে ডিম, মুরগির মাংস এবং চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়ুন। ৬। এরপর এতে সিদ্ধ পোলাও চাল দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন। গোল মরিচের গুঁড়ো, সয়াসস, লবণ দিয়ে ভাজুন। বাদামী রং হয়ে এলে এতে সিসিমি অয়েল, পেঁয়াজ কলি কুচি দিয়ে নামিয়ে ফেলুন। ৭। পছন্দের যেকোনো কারির সাথে পরিবেশন করুন মজাদার চিকেন ফ্রাইড রাইস। সূত্র: মিক্স এন্ড স্টার