ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন

- আপডেটের সময় : ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ৫৪০ টাইম ভিউ
নিউইয়র্ক থেকে : কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনকের সাবেক কোষাধক্ষ্য, কুলাউড়ার প্রাচীনতম সংগঠন জাতীয় তরুন সংঘের সাবেক সাধারন সম্পাদক, ক্রীড়া ব্যাক্তিত্ব ১৯৮০ দশকের কুলাউড়ার জনপ্রিয় ফুটবলার, বিশিষ্ট্য সমাজ সেবক জামাল উদ্দিন লিটন ভাইয়ের শাশুড়ী(ফেঞ্চুগঞ্জ নুরপুরের বাসিন্দা) বর্তমানে এষ্টোরিয়ার (ইউএসএ)বাসিন্দা জাহানারা বেগম অসুস্থ অবস্থায় নিউইয়র্কের এষ্টোরিয়ার মাউন্ট সানাই হাসপাতালে ৩.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।
ইউকে কুলাউড়া এসোসিয়েশন , আরব আমিরাত কুলাউড়া এসোসিয়েশন, কুয়েতস্হ কুলাউড়া সমাজ কল্যাণ সংস্হা সহ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউ এস এ ইনক্ এর পক্ষ থেকে উনার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন , আল্লাহ পাক উনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। উনার রুহের মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবারকে মৃত্যশোক সহিবার ক্ষমতা দান করুন ।
শোকাহত পকিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কুলাউড়ার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবন্দকা , মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন ।