ইতালির মনফালকনে গরিঝিয়ায় শরিয়তপুর জেলা ওয়েলফেয়ার সমিতির ঈদ পূনর্মিলনী ও গ্রিল পার্টি অনুষ্টিত
- আপডেটের সময় : ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ৫৪০ টাইম ভিউ
ইতালির মনফালকনে গরিঝিয়ায় শরিয়তপুর জেলা ওয়েলফেয়ার সমিতির ঈদ পূনর্মিলনী ও গ্রিল পার্টি অনুষ্টিত
ইতালি প্রতিনিধি
ইতালির মনফালকনে গরিঝিয়ায় শরিয়তপুর জেলা ওয়েলফেয়ার সমিতি
আয়োজনে প্রতিবছরের ন্যায় উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী ঈদ পূনর্মিলনী ও গ্রিল পার্টি অনুষ্ঠিত হয়েছে। স্হানীয় একটি পার্কে সকাল থেকে শরিয়তপুর জেলা ওয়েলফেয়ার সমিতির পরিবারদের আগমনে মুখরিত হয়ে থাকে অনুষ্ঠানস্থল। প্রাকৃতিক পরিবেশ সবুজে ঘেরা চতুর্দিক সূর্যের তাপ থাকলেও হালকা হালকা বাতাস ছিল বহমান।শরিয়তপুর জেলা ওয়েলফেয়ার সমিতি মনফালকনে গরিঝিয়া, ইতালির,উপদেষ্টা মণ্ডলী ও নতুন কার্যকরী পরিষদের উপস্থিতিতে আনন্দ-উৎসব যেন কিছুক্ষণের জন্য হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।
এ সময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে শরিয়তপুর জেলা ওয়েলফেয়ার সমিতির ভুয়সি প্রশংসা করেন তারা বলেন প্রবাসে বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মকে বলেন সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে শরিয়তপুর জেলা ওয়েলফেয়ার সমিতি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। শরিয়তপুর জেলা ওয়েলফেয়ার সমিতির উত্তর উত্তর সফলতা কামনা করেন। শরিয়তপুর জেলা ওয়েলফেয়ার সমিতি নবগঠিত কমিটিকে শুভেচ্ছা অভিনন্দন জানান।দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিলো শিশু-কিশোরদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, ছেলেদের দূর খেলা সহ নানা আয়োজন। পরিশেষে সমিতির নেতৃবৃন্দরা অতিথিদের মাধ্যমে খেলায় বিজয়ীঅংশগ্রহণকারী সকলের হাতে পুরস্কার তুলে দেন।