ইতালির বলোনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
ইতালির বলোনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
- আপডেটের সময় : ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ২১৬ টাইম ভিউ
ইতালির বলোনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইতালি প্রতিনিধি
বলোনিয়া প্রবাসী মুসলিম রোজাদারদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলোনিয়া বিএনপির আয়োজনে প্রতিবছরের ন্যায় এই বছর ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই শতাধিকের বেশি রোজাদারদের উপস্থিতিতে স্থানীয় মুসলিম সেন্টার জামে মসজিদে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।
বলোনিয়া বিএনপির সভাপতি আকরাম হাওলাদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিএম ফারুক এর পরিচালনায় ইফতারে পূর্বে স্বাগত বক্তব্য রাখেন বলোনিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি ভিপি ইব্রাহিম। বলোনিয়া বিএনপির সম্মানিত সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু ,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ,.উপস্থিত ছিলেন সহ সভাপতি বাতেন দেওয়ান ,মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবুল কাউসার,মুসলিম সেন্টারের পরিচালক মাহফুজুর রহমান তুষার সহ বলোনিয়া বিভিন্ন আঞ্চলিক সামাজিক ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা শেষে ইফতারের পূর্বে রমজানের উপর তাৎপর্য নিয়ে রোজাদারদের উদ্দেশে বয়ান করেন স্থানীয় মসজিদের ইমাম।
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং তারেক রহমান সহ দলীয় নেতাকর্মীদের দীর্ঘায়ু কামনা করে ও নিহত সকল নেতাকর্মীদের মাগফেরাত কামনা করে বিশ্ব মুসলিম উম্মার শান্তি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
পরিশেষে ইফতার মাহফিলে উপস্থিত দলীয় নেতাকর্মী ছাড়াও প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা।