ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

ইতালিতে CAF সি এস এন তৃতীয় CAF অপারেটিং ফ্রি কোর্স সম্পূর্ণ

ইতালী প্রতিনিধি
  • আপডেটের সময় : ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / ৪৮৪ টাইম ভিউ

ইতালিতে CAF সি এস এন তৃতীয় CAF অপারেটিং ফ্রি কোর্স সম্পূর্ণ
ইতালি প্রতিনিধি
ইতালির অন্যতম পর্যটন নগরী ভেনিসে রবিবার চারতারকা হোটেলে CAF সি এস এন এর পরিচালনায় তৃতীয় CAF অপারেটিং ফ্রি কোর্স ২০২০ সম্পূর্ণ হয়,COVID -১৯ এর এই মুহূর্তে শিক্ষার্থীরা বেপক আগ্রহ প্রকাশ করেন, প্রায় ৩০০ এর বেশি শিক্ষার্থী রেজিস্টেশন করেন । তার মধ্যে থেকে শুধুমাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে কোর্সটি আয়োজন করা হয় , তবে বাকি শিক্ষার্তী যারা কোর্সে অংশগ্রহণ করতে পারেনি তাদের নিয়ে ইতি মধ্যে বিভিন্ন শহরে কোর্সের আয়োজন করা হচ্ছে।
ইতিমধ্য ভেনিস ফিরেন্স শহরে সম্পন্ন হয়েছে। আগামী ১০ অক্টবর রোমে অনুষ্ঠিত হবে। কোর্সের আয়োজক কাফ সি এস এন পরিচালক ও প্রশিক্ষক পলাশ হাওলাদার জানান, প্রবাসী বাংলাদেশীদের বিভিন্নধরনের সরকারী সুযোগ সুবিধা দিতে দক্ষ কাফ অপারেটর তৈরীর জন্য ইতালীতে বিগত ৫ বছর ধরে CAF সি এস এন নান ধরণের কোর্স এর আয়োজন করে আসছে। এছাড়া শীঘ্রই বিভিন্ন শহরে কাফের অফিস/সেন্টার চালু হচ্ছে । অ্যাপস বা কল সেন্টারের এর মাধ্যমে সরাসরি বোনাস আবেদন করতে পারবেন ইতালী প্রবাসীগন।
পরিশেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য কোর্সের সার্টিফিকেট বিতরণ করেন আয়োজকরা এবং উপস্থিত সকল সকলকে ধন্যবাদ জানান।

পোস্ট শেয়ার করুন

ইতালিতে CAF সি এস এন তৃতীয় CAF অপারেটিং ফ্রি কোর্স সম্পূর্ণ

আপডেটের সময় : ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০

ইতালিতে CAF সি এস এন তৃতীয় CAF অপারেটিং ফ্রি কোর্স সম্পূর্ণ
ইতালি প্রতিনিধি
ইতালির অন্যতম পর্যটন নগরী ভেনিসে রবিবার চারতারকা হোটেলে CAF সি এস এন এর পরিচালনায় তৃতীয় CAF অপারেটিং ফ্রি কোর্স ২০২০ সম্পূর্ণ হয়,COVID -১৯ এর এই মুহূর্তে শিক্ষার্থীরা বেপক আগ্রহ প্রকাশ করেন, প্রায় ৩০০ এর বেশি শিক্ষার্থী রেজিস্টেশন করেন । তার মধ্যে থেকে শুধুমাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে কোর্সটি আয়োজন করা হয় , তবে বাকি শিক্ষার্তী যারা কোর্সে অংশগ্রহণ করতে পারেনি তাদের নিয়ে ইতি মধ্যে বিভিন্ন শহরে কোর্সের আয়োজন করা হচ্ছে।
ইতিমধ্য ভেনিস ফিরেন্স শহরে সম্পন্ন হয়েছে। আগামী ১০ অক্টবর রোমে অনুষ্ঠিত হবে। কোর্সের আয়োজক কাফ সি এস এন পরিচালক ও প্রশিক্ষক পলাশ হাওলাদার জানান, প্রবাসী বাংলাদেশীদের বিভিন্নধরনের সরকারী সুযোগ সুবিধা দিতে দক্ষ কাফ অপারেটর তৈরীর জন্য ইতালীতে বিগত ৫ বছর ধরে CAF সি এস এন নান ধরণের কোর্স এর আয়োজন করে আসছে। এছাড়া শীঘ্রই বিভিন্ন শহরে কাফের অফিস/সেন্টার চালু হচ্ছে । অ্যাপস বা কল সেন্টারের এর মাধ্যমে সরাসরি বোনাস আবেদন করতে পারবেন ইতালী প্রবাসীগন।
পরিশেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য কোর্সের সার্টিফিকেট বিতরণ করেন আয়োজকরা এবং উপস্থিত সকল সকলকে ধন্যবাদ জানান।