আলোকিত সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভুমিকা অপরিসীম
- আপডেটের সময় : ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬১ টাইম ভিউ
আলোকিত, কুসংস্কার মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। এক ঝাক তরুণ সমাজ একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে যে সংগঠন গঠন করেছেন তা সত্যিকারার্থে প্রশংসার দাবি রাখে। আজ সকাল ১০-ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্যারাগন ইয়থ সোসাইটি, গাজিপুর, রাজাগন্জ, কানাইঘাট, কর্তৃক আয়োজিত সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবা মুলক কাজে যু্বকদের ভুমিকা শীর্ষক জনসচেতনতা মুলক প্রশিক্ষন কর্মশালা(২০১৯) প্রধান অথিতির বক্তব্যে কথাগুলো বলেছেন জনাব মো: আলাউদ্দিন, উপ পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট,
বিশেষ অথিতির বক্তব্যে রাজাগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: ফখরুল ইসলাম বলেন –
মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবেই সে বেড়ে ওঠে, বসবাস করে। প্রাণীজগতের আরো কিছু প্রাণীর মধ্যেও সমাজবদ্ধ হয়ে জীবনযাপনের প্রবণতা দেখা যায় তবে মানুষের বুদ্ধির মাত্রা তাদের চেয়ে বেশি। মানুষ কেবল সামাজিক প্রাণীই নয়, বিচার-বুদ্ধিসম্পন্ন প্রাণীও বটে। তাই সে সমাজবদ্ধ হয়ে বসবাসের পাশাপাশি বিভিন্ন প্রকার সংগঠন গড়ে তোলে যার মধ্যে সামাজিক সংগঠন অন্যতম।
বিশেষ অথিতি হিসাবে উপস্তিত ছিলেন -শাহ ইসমাইল (প্রধান শিক্ষক) কে, এ,শিকদার একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তিনি বলেন- বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের আর্থসামাজিক অবস্থার সামগ্রিক আলোচনায় এটা প্রতীয়মান, দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তনে সামাজিক সংগঠনের বিকল্প নেই।
জনাব আব্দুল মান্নান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কানাইঘাট, সিলেট এর সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, বক্তব্য রাখেন:- ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামিলীগ এর সদস্য মো: ছালিম আহমদস,উবায়েদ আহমদ, শাহেদ আহমদ, নুরুজাম্মান, শাহাব উদ্দিন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়ত করেন মো: আনোয়ার হোসেন,
সভাপরিচালনা করেন:-ক্রেডিট সুপারভাইজার মো: আব্দল আউয়াল, সার্বিক সহযোগিতা করেন:মো: ফজলুররহমান (শাহিন) সংগঠনের পক্ষ থেকে জামাল আহমদসহ অন্যান্ন সদস্যরা প্রধান অথিতিকে ফুল দিয়ে বরন করেন।