ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

আতিয়াব ফিফটি এইট ফারফিউম শো-রুম এর উদ্ভোধন

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • / ১৫৩৬ টাইম ভিউ

নিজস্ব প্রতিনিধি: কুয়েতের ঐতিহ্যবাহী মার্কেট এলাকা হলো সোক আল মোবারকিয়া( ইরানী মার্কেট)সেখানে বিশ্বের ব্রান্ডেড রকমারী কোম্পানীর ফারফিউম ও আতর এর শো-রোম এর উদ্ভোধন করা হয় গতকাল রোববার সন্ধায় ছয়টায় । উদ্ভোধনী অনুষ্টানে উপস্হিত ছিলেন জালালবাদ সমাজ কল্যাণ সমিতির সভাপতি হাজী জোবায়ের আহমেদ বিভিন্ন ব্যাবসায়ী – রাজনৈতিক ও সাংবাদিকগণ ।

এই শোরুম দিয়ে ১৩ তম শোরুম অধিকারী হলেন তিন সহোদর । কথায় আছে প্রতিটি মামুষই সম্ভাবনাময়,কেউ কারো সম্ভাবনা খোঁজে দেয়না, নিজেরটা আবিষ্কার করতে হয় নিজেকেই ।
সঠিক সিন্ধান্ত ও পরিশ্রমই সম্ভাবনাকে সফলতায় পরিণত করে ।
একটি সঠিক সিন্ধান্ত জয়ের পথ প্রশস্ত করে দেয়, একটি সঠিক সিন্ধান্ত পরিবর্তিত করে আপনার জীবন ।আর তা আপনার জন্য অপেক্ষমাণ সেরা উপহারটি এনে দিবে আপনার কাছে ।
তাদের সততা . মেধা এবং কঠোর শ্রম এনে দিয়েছে তিন ভাইয়ের ব্যাবসায়ীক সফলতা , উনারা হলেন মো: শওকত আলী, মো: সান্জব আলী ও মো: সুমন আলী ।
বড় ভাইয়ের হাত ধরে ৯০ দশকে উনাদের আগমন কুয়েতে ।
এক এক করে আরব আমিরাতে চারটি শোরুম ও কুয়েতে ৯ টি শোরুম মোট ১৩ টি শোরুম করেছেন ।
“সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা”
কথাটি সবাই জানি.কিন্তু মানি কয়জন ? সময় খুব দ্রুত চলে যাচ্ছে, দিনগুলো বছরে পরিণত হচ্ছে, আমরা সর্বদা গন্তব্য নিয়ে ভাবি ।
কিন্তু কোথায় থেকে শুরু করতে হবে তা দিব্বী ভূলে যাই ।
কিন্তু এক্ষেত্রে খুবই সর্তক উনাদে চতুর্থ ভাই মো: সুমন আলী, ঠিক সময়ে সঠিক সিন্ধান্ত নিতে কখনই ভুলেন না উনি । আর উনার সিন্ধান্ত কে স্বাগত জানিয়ে সহমত পোষন করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উনার সব ভাইয়েরা । একই বলে যৌথপরিবাক আর ঐক্যবদ্ধ সিন্ধান্তেই সফলতা আসে ।
তাদের আরেকটি পরিচিতি আছে দানবীর বলেও, যে কোন মানুষ প্রবাসে সমস্যায় পড়েছে শুনলে সাহায্য হাত বাড়িয়ে এগিয়ে আসেন । যখন শুনেন দেশে মসজিদ -মাদ্রাসায় সাহায্য প্রয়োজন নিরবে নির্বিতে সাহায্য করে যাচ্ছেন । এক্ষেত্রে না শব্দটা তারা ভূলেই গেছেন ।

পোস্ট শেয়ার করুন

আতিয়াব ফিফটি এইট ফারফিউম শো-রুম এর উদ্ভোধন

আপডেটের সময় : ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯

নিজস্ব প্রতিনিধি: কুয়েতের ঐতিহ্যবাহী মার্কেট এলাকা হলো সোক আল মোবারকিয়া( ইরানী মার্কেট)সেখানে বিশ্বের ব্রান্ডেড রকমারী কোম্পানীর ফারফিউম ও আতর এর শো-রোম এর উদ্ভোধন করা হয় গতকাল রোববার সন্ধায় ছয়টায় । উদ্ভোধনী অনুষ্টানে উপস্হিত ছিলেন জালালবাদ সমাজ কল্যাণ সমিতির সভাপতি হাজী জোবায়ের আহমেদ বিভিন্ন ব্যাবসায়ী – রাজনৈতিক ও সাংবাদিকগণ ।

এই শোরুম দিয়ে ১৩ তম শোরুম অধিকারী হলেন তিন সহোদর । কথায় আছে প্রতিটি মামুষই সম্ভাবনাময়,কেউ কারো সম্ভাবনা খোঁজে দেয়না, নিজেরটা আবিষ্কার করতে হয় নিজেকেই ।
সঠিক সিন্ধান্ত ও পরিশ্রমই সম্ভাবনাকে সফলতায় পরিণত করে ।
একটি সঠিক সিন্ধান্ত জয়ের পথ প্রশস্ত করে দেয়, একটি সঠিক সিন্ধান্ত পরিবর্তিত করে আপনার জীবন ।আর তা আপনার জন্য অপেক্ষমাণ সেরা উপহারটি এনে দিবে আপনার কাছে ।
তাদের সততা . মেধা এবং কঠোর শ্রম এনে দিয়েছে তিন ভাইয়ের ব্যাবসায়ীক সফলতা , উনারা হলেন মো: শওকত আলী, মো: সান্জব আলী ও মো: সুমন আলী ।
বড় ভাইয়ের হাত ধরে ৯০ দশকে উনাদের আগমন কুয়েতে ।
এক এক করে আরব আমিরাতে চারটি শোরুম ও কুয়েতে ৯ টি শোরুম মোট ১৩ টি শোরুম করেছেন ।
“সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা”
কথাটি সবাই জানি.কিন্তু মানি কয়জন ? সময় খুব দ্রুত চলে যাচ্ছে, দিনগুলো বছরে পরিণত হচ্ছে, আমরা সর্বদা গন্তব্য নিয়ে ভাবি ।
কিন্তু কোথায় থেকে শুরু করতে হবে তা দিব্বী ভূলে যাই ।
কিন্তু এক্ষেত্রে খুবই সর্তক উনাদে চতুর্থ ভাই মো: সুমন আলী, ঠিক সময়ে সঠিক সিন্ধান্ত নিতে কখনই ভুলেন না উনি । আর উনার সিন্ধান্ত কে স্বাগত জানিয়ে সহমত পোষন করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উনার সব ভাইয়েরা । একই বলে যৌথপরিবাক আর ঐক্যবদ্ধ সিন্ধান্তেই সফলতা আসে ।
তাদের আরেকটি পরিচিতি আছে দানবীর বলেও, যে কোন মানুষ প্রবাসে সমস্যায় পড়েছে শুনলে সাহায্য হাত বাড়িয়ে এগিয়ে আসেন । যখন শুনেন দেশে মসজিদ -মাদ্রাসায় সাহায্য প্রয়োজন নিরবে নির্বিতে সাহায্য করে যাচ্ছেন । এক্ষেত্রে না শব্দটা তারা ভূলেই গেছেন ।