অন্ত:সত্ত্বা প্রেমিকাকে বিয়ের করতে অস্বীকৃতি, জুড়ীতে মানববন্ধন
- আপডেটের সময় : ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ৪১৪ টাইম ভিউ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানে অন্ত:সত্ত্বা প্রেমিকাকে স্ত্রীর মর্যাদা না দেয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে প্রেমিক জহরলাল রবি দাসের (২৬)। অতঃপর ৩ মাসের অন্তসত্তা প্রেমিকা ফুলমতি রবি দাসকে (২২) স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানায়। ফলে রোববার দুপুরে ফুলতলা চা বাগানের ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন করা হয়।
জানা যায়, ফুলতলা চা বাগানের বাসিন্দা ও চা শ্রমিক অযোধ্যা রবিদাসের মেয়ে ফুলমতি রবি দাসের সাথে প্রতিবেশী সীতা রাম দাসের ছেলে জহরলাল রবি দাস প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভনে প্রেমিক জহরলাল প্রেমিকা ফুলমতি রবি দাসের সাথে শারীরিক মেলামেশা করতে থাকে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়ায় বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু জহর লাল ও তার চাচা রাধেশ্যাম ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত ও ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এ নিয়ে একাধিক বার গ্রাম্য সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সামাজিক বিচারে জহর লাল কোনভাবেই প্রেমিকাকে স্ত্রীর মর্যাদা দিতে রাজি হয়নি।
মানববন্ধনে ইউপি সদস্য মাহবুব আলম রওশন, জামাল উদ্দিন সেলিম, ইমতিয়াজ মারুফ, কাজল বাউরি, রাখাল তাতি, সেবিকা রানী চন্দ, করুনা ভৌমিক ও চা শ্রমিক নেতা ধর্মা সাওতাল প্রমুখ।#