সিলেটস্থ মৌলভীবাজার আইনজীবি কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ
- আপডেটের সময় : ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
- / ৫২৭ টাইম ভিউ
কুলাউড়া ( মৌলভীবাজার ) প্রতিনিধি ::সিলেট জজ কোর্টে প্রাকটিসরত মৌলভীবাজার জেলার আইনজীবিদের নিয়ে ‘মৌলভীবাজার আইনজীবি কল্যাণ পরিষদ, সিলেট’ নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮ টার দিকে সিলেট বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালিক এর উপশহরস্থ চেম্বারে এক সভা শেষে এই সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়।
উপস্থিত আইনজীবীদের সর্বসম্মতিক্রমে সিনিয়র অ্যাডভোকেট আব্দুল খালিককে আহ্বায়ক ও অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমানকে সদস্য সচিব করে ১৫ (পনের) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং অ্যাডভোকেট ফজলুল হক সেলিমকে প্রধান করে ১০ (দশ) সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র উপকমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন,
যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সদস্য -অ্যাডভোকেট মাসুক আহমদ, অ্যাডভোকেট
এহসানুল মাহবুব ফেরদৌসি জুবায়ের, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট ফজলুল হক সেলিম, অ্যাডভোকেট হুমায়ুন রশিদ শোয়েব, অ্যাডভোকেট সজল চন্দ্র পাল, অ্যাডভোকেট হোসাইন আহমদ সেলিম,
অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, অ্যাডভোকেট রঞ্জু দেবনাথ, অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পী প্রমুখ।
এ ছাড়া ও গঠনতন্ত্র উপকমিটির অন্যন্যে সদস্যরা হলেন- অ্যাডভোকেট সজল চন্দ্র পাল, অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, অ্যাডভোকেট রেদুয়ানুল ইসলাম, অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট কাওছার আহমদ, অ্যাডভোকেট আনোয়ার আলম, অ্যাডভোকেট মিছবাহুর রহমান জাকারিয়া, অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন রুহেল।