কিউবা ও জ্যামাইকার ক্যারিবিয়ান অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকেম্পর পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার জ্যামাইকা, কিউবা এবং কায়মান দ্বীপসহ বেশ কিছু স্থানে ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অনেক এলাকায় রাস্তা-ঘাঁটে গর্ত তৈরি হতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে ভূমিকম্পের সময় তীব্র কম্পনের কারণে বেশ কিছু ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
মঙ্গলবার রাত ১টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ইউএসজিএস জানিয়েছে, দেশটির জ্যামাইকা, কেম্যান দ্বীপপুঞ্জ এবং কিউবায় এ ভূমিকম্প অনুভূত হয়। ৭ দশমিক ৭ মাত্রার কম্পনের ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com