তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা গ্রহণ করতে হলে এখন থেকে পুলিশ হেডকোয়ার্টারের পরামর্শ নিতে হবে। জানালেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক। বুধবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি সংবাদ প্রকাশ ও সামাজিক মাধ্যমে মন্তব্যের কারণে ৫৭ ধারায় মামলার ঘটনা বেড়ে যায়। তবে নিরপরাধ ব্যক্তি, বিশেষ করে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে ৫৭ ধারা বাতিলের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সারাদেশে সাংবাদিকরা আন্দোলন শুরু করেন।সবশেষ সোমবার রাতে খুলনায় ছাগলের মৃত্যুর ঘটনায় প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় আবদুল লতিফ নামে এক সাংবাদিককে ৫৭ ধারার মামলায় গ্রেপ্তার করা হয়।এরপরই সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হলে আইজিপি এ সিদ্ধান্তের কথা জানান।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com