আপডেট

x


৪৭ সদস্যবিশিষ্ট কুয়েত বিএনপির নতুন সুচনা আহ্বায়ক কমিটির অনুমোদন

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০ | ১০:০৭ অপরাহ্ণ | 198 বার

৪৭ সদস্যবিশিষ্ট কুয়েত বিএনপির নতুন সুচনা আহ্বায়ক কমিটির অনুমোদন

দেশদিগন্ত ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার ৪৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুমোদনে স্বাক্ষর করেন ১৪ জানুয়ারি।

অনুমোদিত কুয়েত বিএনপির এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাস্টার নুরুল ইসলাম। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব শওকত আলী।



মধ্যপ্রাচ্য বিএনপির প্রতিনিধি আলহাজ আহমদ আলী মুকিবের চেষ্টায় সম্প্রতি কুয়েতে বিএনপির নেতাকর্মীরা নিজেদের পারস্পরিক বিভক্তি ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়। এরই ধারাবাহিকতায় এই আহ্বায়ক কমিটির গঠন ও অনুমোদন ত্বরান্বিত হয়।

কুয়েত বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদনের খবরে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন কুয়েতে সকল শ্রেনীর বিএনপির সমর্থক ও কর্মিরা । সদস্য সচিব আলহাজ মো: শওকত আলী বলেন, মধ্যপ্রাচ্য বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংহত করতে আলহাজ আহমদ আলী মুকিব যে আন্তরিক ও অক্লান্ত প্রয়াস অব্যাহত রেখেছেন, এরই সুফল হিসেবে আজকে কুয়েত বিএনপির আহ্বায়ক কমিটিতে আমাকে সদস্য সচিব করায় কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি যেনো একটি সুন্দর ঐক্যবদ্ধ সক্রিয় বিএনপির কমিটি উপহার দিতে সবার সহযোগিতা চান ।
কুয়েত বিএনপির আহবায়ক নুরুল ইসলাম বলেন সময়ের ভিতরেই একটি সুন্দর কমিটি উপহার দিতে পারলেই এই প্রবাসের ২৫ বছর আমার বিএনপির নেতৃত্বের থাকার সফলতা পাবে ।
কাতার বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হক সাজু আশা প্রকাশ করেন, খুব শিগগির নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত বিএনপির নেতাকর্মীরা ভোটের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বিএনপির কমিটি গঠনে সফল হবেন।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা শেখ নিজামুর রহামন টিপু বলেন মধ্যেপ্রাচ্য বিএনপির প্রানপুরুষ ঐক্যবদ্ধ বিএনপি গড়তে যিনি সফল কার্যনির্বাহী কমিটির সদস্য সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব দির্ঘ কয়েক বছর পর্যবেক্ষন করে নতুন ও পুরাতনের সমন্বয়ে ঐক্যবদ্ধ আহবায়ক কমিটি মেয়াদের ভিতরেই এমন কমিটি করে দেওয়ার চেষ্টা করবে, যাদের নেতৃত্বে আগামীতে গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি আন্দোলনে সহায়ক ভূমিকা পালন করতে পারবে ।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com