আপডেট

x


৩ হাজার মোটরসাইকেল নিয়ে ‘মটর গাড়ি’র শো-ডাউন

শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮ | ৫:৩১ অপরাহ্ণ | 810 বার

৩ হাজার মোটরসাইকেল নিয়ে ‘মটর গাড়ি’র শো-ডাউন

দেশদিগন্ত নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে আওয়ামী লীগ তথা মহাজোট থেকে মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা ইমদাদুল হকের ‘মটর গাড়ী’ মার্কার পক্ষে পিকআপ ভ্যানসহ প্রায় ৩ হাজার মোটরসাইকেল নিয়ে শো-ডাউন ও নির্বাচনী গণসংযোগ করেছে তার সমর্থকগোষ্ঠী লোকজন।

বৃহস্পতিবার বিকালে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয় থেকে সাবেক এমপি ইমদাদুল হকের নেতৃত্বে মোটরসাইকেল শো-ডাউনটি বের হয়ে পীরগঞ্জ উপজেলার সরকারী কলেজ রোড হয়ে বেগুনগাঁ, পয়েন্ধা, নয়াহাট, চন্ডিপুর হয়ে রানীশংকৈল উপজেলার বাচোর, রাতোর, নেকমরদ, শিবদিঘি, হুসেনগাঁও, লেহেম্বা ঘুরে আবারো পীরগঞ্জের হাজীপুর, সেনগাঁও, জাবরহাট, বৈরচুনা, দৌলতপুর, পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।



দীর্ঘ লাইনের এই মটরসাইকেল শো-ডাউনে স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হকের ‘মটর গাড়ী’ মার্কায় ভোট চেয়ে ফেস্টুন-ব্যানার নিয়ে স্লোগান দিতে দেখা যায় তার কর্মী ও সমর্থকদের।

প্রসঙ্গত,  ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামী লীগ থেকে নৌকার মার্কার মনোনয়ন চেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক। কিন্তু আওয়ামী লীগ তথা মহাজোট থেকে নৌকা মার্কার মনোনয়ন শেষ পর্যন্ত তাকে না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচনে অংশ নিয়েছেন ইমদাদুল হক। আর মহাজোটের প্রার্থী হয়ে নৌকা মার্কা নিয়ে লড়ছেন বর্তমান এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী।

এদিকে নৌকা প্রতীকে মহাজোট থেকে ইয়াসিন আলীকে মনোনয়ন দেওয়ার পর থেকেই মটর গাড়ি মার্কার স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হকের ছোট ভাই ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র কশিরুল আলম, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি দুলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সংখ্যা গরিষ্ঠ নেতাকর্মী নির্বাচনী প্রচার-প্রচারণায় মটর গাড়ি মার্কার হয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন। তবে পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মী নৌকার মার্কার পক্ষে ভোটের মাঠে কাজ করছেন।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com