৩৯তম বিসিএস পরীক্ষায় ক্যাডার হলেন কুলাউড়া’র নাজমা বেগম
- আপডেটের সময় : ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
- / ২১৯২ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ চিকিৎসকদের ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। মঙ্গলবার প্রকাশিত উক্ত ফলাফলে সহকারী সার্জন পদে ৪ হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। চিকিৎসকদের ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় ক্যাডার পদের উত্তীর্ণ হয়েছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ প্রশিক্ষনার্থী ও ডিজিও ফলপ্রার্থী কুলাউড়ার কৃতিসন্তান নাজমা বেগম।
তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব ক্বারী আব্দুল মান্নান ও হাজী দুলভী বেগম দম্পতি’র কনিষ্টা কন্যা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমা বেগম কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সিলেট সরকারি মহিলা কলেজ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে কৃতকার্য হন। পরে মেডিকেলের ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হয়ে এমবিবিএস কোর্স সম্পন্ন করার সুযোগ পান। নাজমা বেগম বর্তমানে সিলেট (মধুশহীদ) জালালাবাদ ক্লিনিকে কর্মরত আছেন।