বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশন আয়োজিত ৩৩তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকায় ৫-৬ নভেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নতুন ৪টি জাতীয় রেকর্ড হয়েছে, ১ম দিন ৩টি এবং ২য় দিন ১টি। ১০০মিটার কিশোর ২০১৫ সালের রেকর্ড বিকেএসপিরই মোঃ আশরাফুজ্জামানের ১০.৭০ সেকেন্ড রেকর্ড ভেঙ্গে নতুন জাতীয় রেকর্ড করেছেন বিকেএসপিরই এ্যাথলেট মোঃ হাসান মিয়া ১০.৬০ সেকেন্ড। ৪ জন রেকর্ডধারীকে ফেডারেশনের পক্ষ থেকে প্রত্যেকে ৫০০০ হাজার টাকা করে পুরষ্কার প্রদান করা হয়।
৩৩তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২টি স্বর্ণ পদক ও ১টি রৌপ্য পদক নিয়ে সেরা ক্রীড়াবিদ (পুরুষ) নাটোর জেলা ক্রীড়া সংস্থার এ্যাথলেট সুলতান আহমেদ এবং ৪টি স্বর্ণ পদক ও ১টি রৌপ্য পদক নিয়ে সেরা ক্রীড়াবিদ (মহিলা) বিকেএসপির আইভি আক্তার অরিন। দলীয়ভাবে এই প্রতিযোগিতায় ১৭টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ৫টি তামা সর্বমোট ৩২টি পদক নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ১ম স্থান, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ৪টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি তামা মোট ১৩টি পদক নিয়ে ২য় স্থান এবং ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি তামা মোট ৮টি পদক নিয়ে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ৩য় স্থান অধিকার করে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com