৩০০ জুনিয়র শিল্পীকে ঈদ উপহার দিল শিল্পী সমিতি
- আপডেটের সময় : ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
- / ৫৩৫ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে জুনিয়র শিল্পীদের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকার বিএফডিসি’র শিল্পী সমিতির কার্যালয়ে প্রায় ৩০০ জুনিয়র ও দুঃস্থ শিল্পীর হাতে এসব তুলে দেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান বলেন, ঈদে যাতে এফডিসির জুনিয়র ও দুঃস্থ শিল্পীরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এজন্য আমরা ১৪৯ জন শিল্পীকে বস্ত্র উপহার দিয়েছি। এছাড়াও শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ সব মিলিয়ে আমরা প্রায় ৩০০ শিল্পীর হাতে তুলে দিয়েছি।
তিনি বলেন, শিল্পী সমিতি সবসময় চলচ্চিত্রের শিল্পীদের কল্যাণকর ও মঙ্গলময় কাজ করে যাবে। অনেকেই নানা কথা বপ্লে থাকেন পেছনে, সেসব কানে না নিয়ে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে এগিয়ে যাই। ইনশাল্লাহ যতদিন সংগঠনের সাথে যুক্ত আছি ততদিন শিল্পীদের কল্যাণে এভাবেই কাজ করে যেতে চাই।
শিল্পীদের সার্বিক এই ঈদ উপহার প্রদানে বিশেষ সহায়তা করেছেন চিত্রনায়িকা নিপুণ ও অভিনবেত্রী শিল্পী।