২৮ দিনের রিমান্ডে সাহেদ
- আপডেটের সময় : ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ৪২২ টাইম ভিউ
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে ৪ মামলায় সাতদিন করে মোট ২৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রোববার উত্তরা পূর্ব থানার একটি ও উত্তরা পশ্চিম থানায় দায়ের করা তিন মামলায় মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।
গত ১৬ জুলাই প্রতারণার মামলায় সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাহেদের মামলার তদন্তের দায়িত্ব র্যাবকে দেয়া হয়।
এর আগে, গত ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের সত্যতা পায় আদালত।
এরপর ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে। পরে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন। পরে ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় সাহেদকে। #