আপডেট

x


২০৯ রান করলেই সিরিজ পাকিস্তানের

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭ | ২:০৯ অপরাহ্ণ | 1174 বার

২০৯ রান করলেই সিরিজ পাকিস্তানের

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে কম রানে বেঁধে ফেলেছে পাকিস্তান। ২০৯ রান করতে পারলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ পকেটে পুরবে সরফরাজ আহমেদের দল।

বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পর ছন্দপতন ঘটে শ্রীলঙ্কার। পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে ৭১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৮.২ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।



শ্রীলঙ্কার হয়ে উপুল থারাঙ্কা সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া থিসারা পেরেরা ৩৮ এবং লাহিরু থিরিমান্নে করেন ২৮ রান। নিরোশান দিকভেলা ১৮, দিনেশ চান্দিমাল ১৯ এবং চামারা কাপুগেদারা করেন ১৮ রান।

পাকিস্তানের সফলতম বোলার হাসান আলি। ১০ ওভারে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেয়ার পথে পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন এই ডানহাতি পেসার। এছাড়া শাদাব খান দুটি এবং জুনায়েদ খান ও মোহাম্মদ হাফিজ নেন একটি করে উইকেট।

১ উইকেট হারিয়ে ১০০ রান পেরিয়ে যাওয়া শ্রীলঙ্কা শক্ত অবস্থানেই ছিল। কিন্তু ১০২ থেকে ১৪১ রানের মধ্যে একের একে চান্দিমাল, থারাঙ্গা, কাপুগেদারা, মিলিন্দা সিরিবর্ধনে ও জেফ্রে ভান্দারসে ফিরে গেলে বেশ বিপাকে পড়ে যায় লঙ্কানরা। একসময় ১৬৩ রানে ৮ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। শেষদিকে থিসারার দৃঢ়তায় ২০০ রানের কোটা পার করে চান্দিমালের দল।

সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। ওয়ানডে সিরিজের পর পাকিস্তান ও শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে; যার শেষটি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com