আপডেট

x


বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি উপেক্ষিত

শুক্রবার, ১২ জুন ২০২০ | ৩:৫৫ পূর্বাহ্ণ | 179 বার

বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি উপেক্ষিত
আমির খসরু মাহমুদ চৌধুরী

 

২০২০-২১ অর্থ বছরের বাজেটে জীবন-জীবিকা ও মানবতার বিষয়টি একেবারেই উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকালে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।



আমীর খসরু চৌধুরী বলেন, জিডিপি ও রাজস্ব আহরণে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমানভাবেই প্রতারণার শামিল। বাজেটের বড় বড় অংশ মেগা বাজেটে দেয়া হয়েছে। যেগুলো এরই মধ্যে প্রশ্নবিদ্ধ এবং চাইলেই এগুলো উপেক্ষা করা যেতো। এগুলো অগ্রধিকার ভিত্তিতে আসার কোনো প্রয়োজনই ছিলনা এই বাজেটে।

  • সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য স্বাস্থ্য খাত ও সামাজিক নিরাপত্তা খাত সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়ার কথা। সেগুলো বঞ্চিত করে এসব প্রকল্পে টাকা দেয়ার মানে হলো দুর্নীতির ধারা অব্যাহত রাখা। এছাড়া যে প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে তাতে দুর্নীতি চলমান রাখার একটা প্রয়াস বলে আমি মনে করি।
    এদিকে আজ শুক্রবার বিকালে দলীয়ভাবে বাজেট প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

মন্তব্য করতে পারেন...

comments


পাত্র ‘বৃটিশ সিটিজেন’ শুনলেই যারা মেয়ে বিয়ে দিতে উন্মুখ হয়ে যান

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com