আপডেট

x


২য় ধা‌পে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলো জাতীয় তরুন সংঘ কুলাউড়া

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | ১:১৭ পূর্বাহ্ণ | 664 বার

২য় ধা‌পে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলো জাতীয় তরুন সংঘ কুলাউড়া

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২য় ধাপে আরো ১ শতাধিক পরিবারের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রেছে জাতীয় তরুন সংঘ। বুধবার (১৫ এ‌প্রিল) সন্ধায় কুলাউড়ার পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় যারা এখনো পর্যন্ত খাদ্য সামগ্রী পায় নাই ঐ সকল হত দরিদ্র ও অসহায় পরিবারকে খোঁজে খোঁজে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয় প্রাচীনতম এই সংগঠনটি। সন্ধ্যায় সংঠনের সাধারণ সম্পাদক জ্যোতি বিকাশ দেব ও সংগঠ‌নের সদস্যরা নিজে বাসায় বাসায় গিয়ে খাদ্য সামগ্রীর ম‌ধ্যে প্র‌তি ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ৫০০ গ্রাম পিয়াজ , ৫০০ গ্রাম লবন ও ১টা সাবানসহ প্রতি ব্যাগে মোট ১১ কেজি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় তরুন সংঘের উপদেষ্টা সৈয়দ নাছিরুল হক, সহ- সভাপতি শফিক মিয়া আফিয়ান, ক্রীড়া সম্পাদক একে সামছু, কোষাধ্যক্ষ আব্দুর রহীম লিটন, সাংগঠনিক সায়েম আহমেদ, সদস্য ডা. অর্নব, অজুর্ন দে, মোঃ ওহি, ডা.অয়ন, সাবেক সদস্য আজিজুল বারী কাবেল প্রমুখ। জাতীয় তরুন সংঘের সভাপতি আবুল খয়ের ফয়ছল জানান দেশে বিদেশে থাকা আমাদের সংঘঠনের সদস্য‌দের সহযোগিতায় আমাদের এ আয়োজন। ক‌রোনা ভাইরা‌সে বর্তমান এপ‌রি‌স্থি‌তি‌তে আমা‌দের সামা‌জিক দায়বদ্ধতা থে‌কে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রছি। আগামী‌তেও বিপদগামী মানু‌ষের জন্য আমা‌দের এ খাদ্য সামগ্রী অব্যাহত থাক‌বে। তিনি ধন্যবাদ যানান সংগঠনের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক ফজলুল বারী, আব্দুল হাই মন্টু, মেজর নুরুল মান্নান চৌধুরী তারাজ, ডা.অরুনাব দে, লিটন আহমেদ সহ দেশে এবং প্রবাসে থেকে যারা আজ এই সময় তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 



 

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com