২৩শে আগস্ট থেকে বিকেএসপিতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। তার আগে ডাক পাওয়া ৪৫ ক্রিকেটার, কোচ সহ দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ধাপে গতকাল রোববার ১৫ জন ক্রিকেটারের সঙ্গে ৯ জন কোচিং স্টাফের সদস্য এবং ৩ জন অন্যান্য সাপোর্ট স্টাফের নমুনা নেয়া হয়। আজ সোমবার প্রাপ্ত ফলাফলে ২৭ জনের সবাই করোনা নেগেটিভ হয়েছেন। বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। এই ২৭ জনের সবাই আজই চলে যাবেন বিকেএসপিতে।
বাকিদের পরীক্ষা করা হবে আগামীকাল মঙ্গলবার ও বৃস্পতিবার। কেউ পজেটিভ হলে বিসিবির ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হবে।
সাভার বিকেএসপিতে যুব দলের ক্যাম্প চলবে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে আটটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com