আপডেট

x


১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে পালেরমো আওয়মীলীগ

রবিবার, ১৬ আগস্ট ২০২০ | ৬:১৬ অপরাহ্ণ | 225 বার

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে পালেরমো আওয়মীলীগ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে পালেরমো আওয়মীলীগ
ইতালি প্রতিনিধি
পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পালেরমো আওয়ামী লীগের উদ্যোগে স্হানীয় বাংলাদেশ গার্ডেন রেস্টুরেন্টে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পালেরমো আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ হাসান শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এজাজ আল মাছুমের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন সিসিলি আওয়ামী লীগের আহবায়ক জাহিদ খান মিহির, পালেরমো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনু আলী,সিসিলিআওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাঞ্চন শিকদার,বন ও পরিবেশ সম্পাদক এরশাদ চৌধুরী,যুবলীগ সভাপতি আহসান হাবীব ইমন,স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আল আমিন জাহিদ,সাধারণ সম্পাদক আউয়াল প্রধান,পালেরমো ছাত্রলীগ নেতা ফেরদৌস তালুকদার প্রমুখ।বক্তারা বলেন বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে ঘাতকরা প্রকৃতপক্ষে সদ্য স্বাধীন বাংলাদেশকেই অন্কুরে বিনষ্ট করতে চেয়েছিল কিন্তু তারা জানে না মৃত মুজিব জীবিত মুজিবের চেয়েও আরো বেশি শক্তিশালী।আজ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ে মুজিবের সোনার বাংলার স্বপ্নকে স্বার্থক করে তোলার লক্ষ্যে দেশে,বিদেশে নিজেদের আত্মোৎসর্গ করার জন্য বক্তারা মুজিব সৈনিকদের আহবান জানান।একি সাথে এখনো বিভিন্ন বেশে খোন্দকার মোশতাক চক্রের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য এবং আওয়ামী লীগ নামধারী এই মোশতাক চক্রকে প্রতিহত করার জন্য পালেরমো আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আহবান জানান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোওয়াত করেন কারিব খান।শোক সভা শেষে পচাত্তুরের পনেরোই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং করোনা ভাইরাস থেকে সারা বিশ্ববাসীকে পরিত্রাণের উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com