১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে ইতালি আওয়ামীলীগ বলোনিয়া শাখা
ইতালি প্রতিনিধি
ইতালির বলোনিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে ইতালী আওয়ামীলীগ বলোনিয়া শাখা।রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে বলোনিয়া আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আগবর শেখ এর সভাপতিত্বে বলোনিয়া আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রনেতা আমির হোসেন বিপ্লব এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলোনিয়া আওয়ামীলিগের সাবেক সভাপতি
ডায়মন্ড সিকদার।অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল মান্নান,হোসাইন মাহমুদ,মামুন আহমেদ,জিয়া খান,উজ্জ্বল মিয়া,মানিক,জেবুল আহমেদ,জিপু মিয়া,জাবেদ আহমেদ,মিন্টু চৌধুরী,এনামুল হক লাবু ও শহীদুজ্জামান রেনু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূঁর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘা তকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়, শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ, ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্ন সারথি।
আলোচনা শেষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং ১৫ ই আগষ্ট শাহাদত বরণকারী সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com