আপডেট

x


১০১ জনের করোনা শনাক্ত, সিলেটের দুই ল্যাবে

বুধবার, ১৭ জুন ২০২০ | ২:১৫ পূর্বাহ্ণ | 294 বার

১০১ জনের করোনা শনাক্ত, সিলেটের দুই ল্যাবে
১০১ জনের করোনা শনাক্ত, সিলেটের দুই ল্যাবে

সিলেটের দুই ল্যাবে আরো ১০১ জনের করোনা শনাক্ত হযেছে। এর মাঝে ওসমানীর ল্যাবে ৪৩ জন ও শাবির ল্যাবে ৫৮ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ ক’জন সদস্য রয়েছেন। এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের সকলেই সিলেট জেলার অন্তর্ভূক্ত বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় অধিক রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ৫৮ জনের শনাক্ত হয়েছেন। মঙ্গলবার শাবির ল্যাবে মোট ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে ২২২ টি নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া আগের কিছু নমুনাসহ মোট ৩৭৪ টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৬৫৫ জনের। এরমধ্যে সুনামগঞ্জের ৬৪১ জন, হবিগঞ্জের ২৬১ জন ও মৌলভীবাজারের ২১৫ জন রয়েছেন।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com