হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু
- আপডেটের সময় : ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ২৩৮ টাইম ভিউ
হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডে ভূষিত ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপল
বিশেষ প্রতিনিধিঃ
এশিয়া মানবাধিকার সংস্থার হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু।
তার জন্মস্হান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজলার কাদিপুর ইউনিয়নে। বদরুল আলম চৌধুরী শিপলু সবসময়ই গরিব অসহায়দের জন্য কাজ করে যাচ্ছেন। এমন কি সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনেও সমান তালে সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন।
এসব সর্বোচ্চ বিবেচনায় এশিয়া মানবাধিকার সংস্থা আয়োজিত বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২, জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার বিষয়ক সেমিনার ও গুণীজন সংবর্ধনায় সমাজসেবায় হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেলেন ক্যালিফোর্নিয়া বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু। তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন এশিয়া মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম বাবলু। সম্মাননা তুলে দেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী, ঢাকা বিশবিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী।