আপডেট

x


হাজী মহিব উল্লাহ মৃত্যতে কুয়েতে শোক ও দোয়া মাহফিল

শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ | 452 বার

হাজী মহিব উল্লাহ মৃত্যতে কুয়েতে শোক ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত’র ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক শফি উল্লাহ লিটনের পিতা হাজী মহিব উল্লার মৃত্য তে কুয়েত সিটিস্হ একটি হোটেলে শোক ও দোয়া মাহফিলের আয়োজন করে কুয়েত রাজ্য বিএনপি ।

দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম মাস্টারের সভাপতি মন্চ উপস্হিত ছিলেন কুয়েত রাজ্য বিএনপি’র সহ সভাপতি মাঈন উদ্দিন , রাজ্য বিএনপি’র সাধারন সম্পাদক কাজী মন্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন ,মহানগর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম , মোবারক আল কবির প্রদেশ বিএনপি’র সভাপতি কোরাবান আলী, আহমেদী প্রদেশ বিএনপি’র সাধারন সম্পাদক জাফর ইকবাল পলাশ, জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক সুমন আনসারী, মাহবুল্লাহ আন্চলিক কমিটির সাধারন সম্পাদক কামাল হাসান প্রমূখ ।
বিএনপির যুগ্ম সম্পাদক আক্তারুজামান ও ফরওয়ানিয়া প্রদেশ বিএনপি সভাপতি আব্দুল কাদেরের যৌথ সন্চালনায় এবং
মৌলানা সাকের আহমেদ এর কোরআন তেলাওয়াত এর মধ্যে শোক ও দোয়া মাহফিল শুরু হয় । শোক সভায় বক্তারা স্হৃতিচারন করতে গিয়ে বলেন মরহুম হাজী মহিব উদ্দিন শুরু থেকেই বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে মুক্তি যোদ্ধ করেও মুক্তি যোদ্ধা হতে পারেন নি।
বিএনপি’র যুগ্ম সম্পাদক আক্তারুজামান ও আব্দুল কাদের এর যৌথ সন্চালনা।।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com