দেশদিগন্ত নিউজ ডেস্কঃ ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা নিয়ে আমাদের জীবন, পৃথিবীতে সবাই নিজের জন্যেই বাঁচে। তবু কেউ কেউ নিজের বাচার ক্ষুদ্র ঘটনাগুলোতে অন্যদের সামিল করে নেয়।আমরা অন্যের জন্য ভাবি কিংবা নাই ভাবি-মনু নদী তার জল বয়ে নিয়ে যাবে সাগরে, মৃত্যু উপত্যকায় যেদিন দাড়াবো সেদিন পিছনে তাকিয়ে যনে অর্থবহ একটি জীবন দেখি। আমারা একে অন্যকে নিয়ে যেন দাড়াই সষ্ট্রার অপর মহিমার ছায়ায়।
সবাইকে ঈদের শুভেচ্ছা-
নিজেকে ভালোবাসুন-প্রতিবেশীদের ভালোবাসুন,
ঈদের নিরন্তর শুভেচ্ছা-শুভেচ্ছা অনাগত দিনের জন্য।
শুভেচ্ছান্তে।
মেজর (অবঃ) নূরুল মান্নান চৌধুরী
প্রতিষ্ঠাতা সভাপতি
হাজীপুর সোসাইটি কুলাউড়া।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com