আপডেট

x


হাজীপুর বিএনপি নেতা আব্দুল হাইয়ের অবস্থা এখন উন্নতির দিকে

শুক্রবার, ০৭ জুন ২০১৯ | ২:২৫ পূর্বাহ্ণ | 472 বার

হাজীপুর বিএনপি নেতা আব্দুল হাইয়ের অবস্থা এখন উন্নতির দিকে

ছয়ফুল আলম সাইফুলঃ  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাজীপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হাইর অবস্থা এখন উন্নতির দিকে। আজ বৃহস্পতিবার হাসপাতালে দেখতে যান হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু  তিনি এ খবর জানান। হাসপাতালে বিএনপি নেতা জনাব আব্দুল হাই ২৭ রমজান এক সড়ক দূর্ঘটনার শিকার হয়ে আহত হন। অপরদিকে মো.জুনাব আলী নার্ভের সমস্যায় ভোগছেন।দু’জনই হাসপাতালের তৃতীয় তলার ১১ নম্বর ওয়ার্ডে (সার্জারি ও নিউরোসার্জারি) চিকিৎসাধীন আছেন।
চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু হাসপাতালে কিছুক্ষণ অবস্থান করেন এবং উনাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
দেখে এসে তিনি জানান জনাব আব্দুল হাইয়ের অবস্থা এখন উন্নতির দিকে। তবে জুনাব আলীর কোমরে সার্জারি করতে হবে বলে জানিয়েছেন উভয় রোগীর স্বজনেরা।
এসময় চেয়ারম্যানের সাথে ছিলেন কটারকোনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো,আব্দুল মুমিত মাছুম, সেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান রুমেন, বিএনপি নেতা ছয়ফুল আলম, চেয়ারম্যানের ছোট ভাই শেখ ইমাদ।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com