হাজীপুর দর্পণ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণী | দেশদিগন্ত
- আপডেটের সময় : ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ৫১১ টাইম ভিউ
১০ নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের ব্যবস্থাপনায় প্রকাশিত “হাজীপুর দর্পণ” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় ১০ নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম সোহেলের সভাপতিত্বে ও হাজীপুর টাইমস সম্পাদক মাহদী হাসান কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রবাসী পরিষদের উপদেষ্টা সাংবাদিক বকুল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়নকাঠি সাহিত্য সংসদের সভাপতি কবি ইব্রাহীম খলিল, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দীন, প্রবাসী পরিষদের উপদেষ্টা শাহেদ আহমদ নুর, আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান মান্না, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কালের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত, সমাজকর্মী হারুন আহমদ, রিপন আহমদ, সাজ্জাদুর রহমান রাজ, ইমরান আমির আলী প্রমুখ।