আপডেট

x


হাজীপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের ইফতার ও আলোচনা সভা

রবিবার, ০১ মে ২০২২ | ১:৩৭ পূর্বাহ্ণ | 133 বার

হাজীপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের ইফতার ও আলোচনা সভা

হাজীপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের ইফতার ও আলোচনা সভা

ছাত্র জমিয়ত বাংলাদেশ হাজীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আজ (৩০ এপ্রিল) কটারকোনা বাজার মৌচাক স্ন্যাকস মিলনায়নে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



শাখা সভাপতি আব্দুল বাসিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা তালিব উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা সাইফুদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা বেলাল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তালিব উদ্দীন বলেন, মাহে রমজান সিয়াম, সাধনা ও তাকওয়া অর্জনের মাস। এ মাস থেকে শিক্ষা গ্রহণ আমরা বাকী সারাটি বছর পরিচালনা করবো। তিনি আরো বলেন বাংলাদেশের মাটিতে ইসলামী রাজনীতি রহমতস্বরুপ। সামাজিক, পারিবারিক দিক থেকে সুষ্ঠু রাষ্ট্র বিনির্মাণে ইসলামী মূল্যবোধের বিকল্প নেই। ইনসাফভিত্তিক ব্যবসা ও আদর্শভিত্তিক সমাজ গঠনে যুব ও তরুণ সমাজের প্রতি জমিয়তের আদর্শিক সংগ্রামের উদাত্ত আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাওলানা আব্দুর রাজ্জাক, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই, খেলাফত মজলিস শমশেরনগর সাংগঠনিক থানা’র সাধারণ সম্পাদক মাওলানা এমাদ উদ্দীন, কটারকোনা মাদরাসা কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ, যুবদল নেতা মাসুম আহমদ সুমন, কওমি ছাত্র পরিষদ কুলাউড়ার ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মিল হক, ইসলামী ছাত্র আন্দোলন হাজীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ আহমদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব মুহাম্মাদ মাহদী হাসান, বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সাবেক মাদরাসা বিষয়ক সম্পাদক মাইদুল ইসলাম মাহিদ, উপজেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব আবু নছর খালেদ, নয়া বাজার কে.সি কলেজ ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাফেজ নাজমুল ইসলাম, শমশেরনগর ছাত্র জমিয়তের যুগ্ম আহবায়ক কাউসার আল সিদ্দিক প্রমুখ।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com