আপডেট

x


হাজীপুর ইউনিয়নে রায়হান বক্সের নগদ অর্থ প্রদান

রবিবার, ১৭ মে ২০২০ | ১০:০০ অপরাহ্ণ | 470 বার

হাজীপুর ইউনিয়নে রায়হান বক্সের নগদ অর্থ প্রদান

ছয়ফুল আলম ছয়ফুল : বিশ্ব মহামারি করনা ভাইরাস যখন সারা পৃথিবীর আলকডাউনে কার্যত অচল এরই ধারাবাহিকতায় বাংলাদেশে কর্মহীন দিনমজুরদের পাশে দাঁড়ালেন ইউ কে প্রবাসী উদীয়মান সংগঠক রায়হান বক্স ।

গতকাল ১৩ মে দুপুর ২ ঘটিকার সময় হাজীপুর ইউনিয়ন বাসউরী প্রাথমিক বিদ্যালয়ে ১৩০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয় ।
অনুষ্টান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি এডঃ আবেদ রাজা সহ উপজেলা বিএনপি ও শ্রমিকদলের নেতৃবন্দসহ ও স্হানীয় নেতৃবৃন্দরা । উপজেলা বিএনপির নেতা লন্ডন পবাসী এএসএম রায়হান বক্স এর সাথে সেলফোনে যোগযোগ করা হলে তিনি বলেন এটা আমার দায়ীত্ব বলে আমি মনে করি । এবং দ্বিতীয় ধাপে হরিচক ইস্কুলে মধ্যে ও নগদ অর্থ উপহার প্রদান করা হবে বলে আশা ব্যাক্ত করেন ।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com