হাজীপুর ইউনিয়নে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন
- আপডেটের সময় : ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
- / ২৮২ টাইম ভিউ
হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের উদ্যোগে আজ ২০ জানুয়ারি (রবিবার) পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১১ টা থেকে ১ম মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর পুরুষ্কার বিতরণী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাজীপুর ইউনিয়ন শিক্ষক স্মৃতি পরিষদের আহবায়ক শামসুল হকের সভাপতিত্বে ও প্রভাষক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সদস্য সচিব জাকির হোসেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক নির্মলেন্দু শর্মা, হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস চৌধুরী ও কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক খুরশেদ উল্লাহ, তৈয়বুনেছা সরকারি কলেজ জুড়ির প্রভাষক মোহাম্মদ ওয়ারিস উদ্দীন, কুলাউড়া উপজেলা পল্লি উন্নয়ন অফিসার গোলাম রব্বানী খান, কেন্দ্রীয় সমবায় সমিতি ইউসিসিএ কুলাউড়া চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হানিফ, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুন্নাহার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলার সহ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইউপি সদস্য রাজা মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর। অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা ১৩৫ শিক্ষার্থীকে পুরুষ্কার ও ৪র্থ ও ৫ম শ্রেণীর ২০ জন শিক্ষার্থীকে পুরুষ্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এ ছাড়াও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা এবং মরণোত্তর স্মারক প্রদান করা হয়।