আপডেট

x


হাজীপুরে সেনা সদস্যের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | ৮:১০ অপরাহ্ণ | 1213 বার

হাজীপুরে সেনা সদস্যের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

মৌলভীবজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাও গ্রামের বাংলাদেশ সেনাবাহিনীর অবঃপ্রাপ্ত সার্জেন্ট বুরহান আহমদ চৌধুরীর যানাজার নামাজ শেষে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ ২৪ ডিসেম্বর ভোর রাতে নিজ বাড়ীতে অকাল মুত্যুবরণ করেন তিনি মৃত ছনাওর আলীর ৪র্থ ছেলে তিনি ১৯৭১ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহন করেন, ১৯৯১ সালের ৪ জানুয়ারী বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন, চাকুরী কালীন সময়ে সামরীক সম্মন পদক প্রাপ্ত হন, ১৯৯৬ সালে সংসদ পদক, সিলভার জুবলী মেডেল, জৈষ্ঠতা পদক সহ বাংলাদেশ শান্তি রক্ষা মিশনে সিএরালিওন চাকুরী করেন।তিনির স্ত্রীসহ সালমান , আদনান, আলমাছ নামে তিন পুত্র সন্তান রয়েছেন।



আজ বিকাল সাড়ে চারটায় কানিহাটি মহিলা মাদ্রাসায় যানাজার নামাজ শেষে তিনির পারিবারিক কররাস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাপন করা হয়। এসময় বাংলাদেশ সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সেলিম রানা সহ একদল সেনা সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়াও এলাকার হাজারও মুসল্লিগন জানাজার নামাযে অংশ গ্রহন করেছে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com