দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক (আভা রানী রায়,পরিমল কান্ত ভৌমিক, প্রণতী রায় এবং মীরা দাশ পুরকায়স্থ) কে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার( ২০.০৭.১৯) নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ও সহকারী শিক্ষক সমিতি।
হাজীপুর ইউনিয়ন শাখার সভাপতি বাবু রজত কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ কে এম শফি আহমদ সলমান।
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাশাপাশি প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ কে এম শফি আহমদ সলমান এবং হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছুকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় । অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com