আপডেট

x


হাজীগঞ্জে বখাটের উৎপাতে অতীষ্ঠ ৮ নং পৌরবাসী

রবিবার, ০৪ আগস্ট ২০১৯ | ২:৩১ অপরাহ্ণ | 447 বার

হাজীগঞ্জে বখাটের উৎপাতে অতীষ্ঠ ৮ নং পৌরবাসী

ইমরান সিকদার চাদপুর থেকে: চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জে ইছড়ে পাকা বখাটে হৃদয়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে পৌরসভার বাড়িওয়ালাসহ ভাড়াটিয়ারা। জানা যায়, হাজিগঞ্জ ৮নং পৌর ওয়ার্ডের মারওয়ান হাউজের মালিক কুয়েত প্রবাসী আব্দুল কাদের মারওয়ানের ভাড়াটিয়া কামরুল চৌধুরীর বখাটে ছেলে মো. হৃদয় (১৮) এর বিরুদ্ধে শিশু নির্যাতনের দায়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয় তার চার বছরের মেয়ে নুরুন্নাহার কে গত ১ আগস্ট বাড়ির ছাদের পানির ট্যাংকির মধ্যে মুখ বেঁধে ফেলে দেয় বখাটে হৃদয়। শিশুটির মা মরিয়ম বেগম ছাদে কাপড় চোপড় আনতে গিয়ে ট্যাংকের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। দৌড়ে গিয়ে ট্যাংকির মুখ খুলে দেখতে পান তার মেয়ে মুমূর্ষ অবস্থায় ভিতরে পড়ে আছে তার চিৎকার শুনে ভবনের অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে আসেন ছাদে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার এস আই জয়নাল ঘটনাস্থলে এসে মেয়েটির মুখেই ঘটনার সত্যতার প্রমাণ পান।এ সময় ভবনের অন্যান্য ভাড়াটিয়ারাও হৃদয়ের বিভিন্ন অপকর্ম ও মেয়েদেরকে ইভটিজিংসহ নানা অপরাধের অভিযোগ তুলে ধরেন পুলিশের কাছে কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ অপরাধীকে গ্রেপ্তার না করে চলে যান। অভিযোগ আছে থানার সাথে হৃদয়ের লিংক আছে । এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলে ঐদিন রাতে হাজিগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বাড়ির মালিক ও ভাড়াটিয়া উভয় পক্ষের কথা শুনেন এবং হৃদয়ের বাবাকে বাসা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিলে বখাটের বাবা কামরুল চৌধুরী বাসা ছেড়ে অন্যত্র চলে যান । এলাকাবাসীর দাবী বখাটে হৃদয়েরকে গ্রেপ্তার করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে কঠিন বিচার করে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হোক না হয় এলাকায় সে সন্ত্রাসী হয়ে উঠবে ।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com